মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১১ ১৪৩১   ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

২৪ মে থেকে শুরু চার দিনের বইমেলা

আজকাল রিপোর্ট -

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০৪:২৮ এএম, ১৮ মে ২০২৪ শনিবার


 
 
২৪ মে শুক্রবার থেকে শুরু হচ্ছে এ বছরের নিউইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা। ৩৩তম এই মেলা চলবে চারদিন। বইমেলা উদ্বোধন করবেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহাম্মদ নুরুল হুদা।  
গত মঙ্গলবার রাতে এক মতবিনিময় সভায় এই মেলা বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেছেন মেলার আয়োজক মুক্তধারা ফাউন্ডেশনের কর্মকর্তারা।
মতবিনিময় সভায় জানানো হয়, জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে আয়োজিত এবারের বাংলা বই মেলায় অন্তত ৪০টি প্রকাশনা সংস্থার ১০ হাজার নতুন বই থাকছে। বরাবরের মতো এবারও  বিভিন্ন দেশ থেকে লেখক ও শিল্পীদের আমন্ত্রণ জানানো হয়েছে বইমেলায়। বাংলাদেশ, ভারত ও উত্তর আমেরিকার প্রতিষ্ঠিত ৪০টি প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নিচ্ছে এবারের মেলায়।
বইমেলার আহ্বায়ক লেখক হাসান ফেরদৌসের সঞ্চালনায় মতবিনিময় সভায় অংশ নেন মুক্তধারা ফাউন্ডেশনের চেয়ারপার্সন ড. নুরুন নবী, কো-চেয়ারপার্সন নিনি ওয়াহেদ, সাধারণ সম্পাদক বিশ্বজিৎ সাহা, উপদেষ্টা ফারুক ভূইয়া, সাংবাদিক কৌশিক আহমেদ, ক্লারা রোজারিও, সেমন্তী ওয়াহেদ প্রমুখ।
সভায় জানানো হয়, বাংলাদেশ ও ভারত থেকে উল্লেখযোগ্য আমন্ত্রিত অতিথি এবারের বইমেলায় থাকছেন। বইমেলায় যোগ দেবেন, যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান, নিউইয়র্কের কনসাল-জেনারেল মোঃ নাজমুল হুদা, ঢাকা মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি ডা. সারোয়ার আলী, নাট্যব্যক্তিত্ব সারা যাকের, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ড. আরেফিন সিদ্দিকী, কথা সাহিত্যিক ফরিদুর রেজা সাগর, কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সৌমিত্র শেখর দে,  ছড়াকার লুৎফর রহমান রিটন, কবি সাইফুল্লাহ মহমুদ দুলাল, বিশ্ব ভারতীর অধ্যাপক ড প্রহ্লাদ রায়, কলকাতার শুকতারা ও নবকল্লোল সম্পাদক রূপা মজুমদার প্রমূখ।
এবারের বইমেলায় শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা সঙ্গীত পরিবেশন করবেন। মেলায় বইয়ের প্রদর্শনী ছাড়াও থাকছে আলোচনা, সেমিনার, বই পরিচিতি, চলচ্চিত্র প্রদর্শনী, তরুণদের অংশগ্রহণে বিশেষ পর্ব, বিতর্কসহ নানা আয়োজন। আয়োজকরা জানিয়েছেন এবারই প্রথম বাংলাদেশের মুক্তিযুদ্ধ জাদুঘর যুক্ত হয়েছে নিউইয়র্ক বইমেলায়। থাকছে মুক্তিযুদ্ধের উপর বিশেষ কয়েকটি চলচ্চিত্র। প্রতিবারের মতো এবারও অংশগ্রহণকারী প্রকাশকদের মধ্য থেকে সেরা প্রকাশককে পুরস্কৃত করা হবে। দেয়া হবে সাহিত্যে অবদানের জন্য পুরস্কার ও সম্মাননা।
অংশগ্রহণকারী প্রকাশনা প্রতিষ্ঠানগুলির মধ্যে থাকছে সময়, অনন্যা, নালন্দা, কথা প্রকাশ, বিদ্যা প্রকাশ, মাওলা ব্রাদার্স, মুক্তধারা নিউইয়র্ক, স্বদেশ শৈলী, কাশবন, ইত্যাদি, অন্বয়, দেব সাহিত্য কুটির, কাকলী, বিশ্বসাহিত্য কেন্দ্র, গ্রন্থকুটির, বাংলা একাডেমী, বাতিঘরসহ বেশ কিছু প্রতিষ্ঠান। আমন্ত্রিত শিল্পীদের মধ্যে থাকছেন অস্ট্রেলিয়া থেকে নিরুপমা রহমান, আফজাল হোসেন, আহকাম উল্লাহ, লিলি ইসলাম প্রমুখ। এছাড়াও থাকবে যুক্তরাষ্ট্র ও নিউইয়র্কের শিল্পীদের অংশগ্রহণ।