মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১১ ১৪৩১   ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ঢাকায় ৩৮তম ফোবানার সংবাদ সম্মেলন

আজকাল ডেস্ক

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০৪:৩০ এএম, ১৮ মে ২০২৪ শনিবার


   

৩৮তম ফোবানা সম্মেলনের কর্মকর্তারা ঢাকায় জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে আসন্ন এই সম্মেলনের বিভিন্ন দিক বাংলাদেশের সাংবাদিকদের কাছে তুলে ধরেছেন। ফোবানা কর্মকর্তারা সম্মেলনে বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেন। উল্লেখ্য, আগামী ৩০ আগস্ট শুক্রবার মেরিল্যান্ডে মুক্তিযুদ্ধ ও ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ৩৮তম ফোবানা সম্মেলনের পর্দা উঠবে। প্রবাসী হাজারো বাংলাদেশির সমাগম হবে এ সম্মেলনে। সম্মেলন চলবে ১ সেপ্টেম্বর পর্যন্ত।
গত ১১ মে ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে শাহ নেওয়াজ ও কাজী আজমের নেতৃত্বাধীন ফোবানা কর্মকর্তাদের এই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ৩৮তম ফোবানার কনভেনর জাহাঙ্গীর কবীর বাবলু, স্টিয়ারিং কমিটির ট্রেজারার ও ২০১৯ সম্মেলনের মেম্বার সেক্রেটারি ফিরোজ আহমেদ, শিল্পী খুরশিদ আলম, অন্তর শোবিজ-এর স্বপন চৌধুরী, সাবেক জাতীয় ফুটবলার আব্দুল গাফ্ফার, মডেল আনিকা কবির শখ ও অভিনেতা আবু হেনা রনি সহ অনেকে।
সভায় কনভেনর জাহাঙ্গীর বাবলু ৩৮তম ফোবানার নানা দিক তুলে ধরে বক্তব্য রাখেন। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন জাহাঙ্গীর বাবলু ও ফিরোজ আহমেদ।