ব্রুকলিন
এ্যাংকর ট্রাভেলসের অফিস উদ্বোধন করলেন মৌসুমী
আজকাল রিপোর্ট -
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০৪:৩৬ এএম, ১৮ মে ২০২৪ শনিবার
বাংলাদেশের চলচ্চিত্র জগতের প্রিয়মুখ চিত্রনায়িকা মৌসুমী এক উৎসবমুখর পরিবেশে ব্রুকলিনের চার্চ ম্যাকডোনাল্ডে উদ্বোধন করলেন এ্যাংকর ট্রাভেলসের চতুর্থ শাখা। গত শুক্রবার ১০ মে কমিউনিটি একটিভিস্ট ও মূলধারার রাজনীতিক গিয়াস আহমেদ, মানি ট্রান্সফার কোম্পানী সানম্যান এক্সপ্রেসের কর্ণধার মাসুদ রানা তপন, ফোবানার এক্সিকিউটিভ সেক্রেটারি কাজী আজম ও এ্যাংকর ট্রাভেলসের প্রেসিডেন্ট এএসএম উদ্দীন পিন্টুর উপস্থিতিতে নায়িকা মৌসুমী কেক কেটে এ্যাংকর ট্রাভেলসের এই নতুন অফিসের শুভ সূচনা করেন। উদ্বোধন উপলক্ষে দুপুরে জুম্মার নামাজের পর নতুন এই অফিসে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। উল্লেখ্য, জ্যাকসন হাইটস ও ওজন পার্কে এ্যাংকর ট্রাভেলসের আরো তিনটি শাখা রয়েছে।
অফিসটির উদ্বোধন করে মৌসুমী বলেন, প্রবাসী বাংলাদেশিদের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের উদ্বোধনে উপস্থিত থাকতে পেরে নিজেকে ধন্য মনে করছি। প্রবাসীরা বাংলাদেশের উন্নয়ন ও অর্থনীতির অন্যতম চালিকা শক্তি। তাদের এই নতুন উদ্যোগের সাথে আমিও আছি। তিনি এ্যাংকর ট্রাভেলসের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
গিয়াস আহমেদ তার বক্তব্যে বলেন, ব্রুকলিনের এই অফিসটি মাল্টি সার্ভিসের কাজ করবে। এখানে বিমানের টিকেট কেনা, দেশে ডলার পাঠানো, ইমিগ্রান্ট হোম কেয়ারের মাধ্যমে বয়স্কদের সেবা দান ও মর্টগেজ সার্ভিস সুবিধা পাওয়া যাবে। আমি তাদের সাফল্য কামনা করছি।
ফোবানার মেম্বার সেক্রেটারি কাজী আজম বলেন, আমার নিজ এলাকায় প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হলো। যেকোন ধরনের সহযোগিতায় আমি এ্যাংকর ট্রাভেলসের সাথে আছি।
মাসুদ রানা তপন বলেন, এই প্রতিষ্ঠানের সেবাধর্মী কাজের সাথে আমার প্রতিষ্ঠান সানম্যান এক্সপ্রেসও জড়িত। এ জন্য আমি নিজেকে গর্বিত মনে করছি। আশাকরি ব্রুকলিনবাসী তাদের সেবা গ্রহণ করবেন।
এ্যাংকর ট্রাভেলস এর প্রেসিডেন্ট এএসএম উদ্দীন পিন্টু বলেন, এই এলাকায় প্রচুর প্রবাসী বাংলাদেশি বাস করেন। বিশেষ করে নোয়াখালি, চট্টগ্রাম, সন্দ্বীপ ও সিলেটের বিপুল সংখ্যক মানুষ এ এলাকায় বাস করেন। তাদের হাতের কাছে প্রতিষ্ঠানটি চালু করতে পেরে আমি খুই আনন্দিত। সবার দোয়া ও সহযোগিতা চাই।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন রফিকুল্লাহ পাটোয়ারি, আনোয়ার হোসেন, আশরাফুল হাসান, মোহাম্মদ হক, মঈনউদ্দীন, মাগফেরাত ইসলাম, গোলাম রাব্বানী পারভেজ, তরিকুল ইসলাম মিঠু, কামাল উদ্দীন, মালেক খান, আম্বিয়া বেগম প্রমুখ।