বুধবার   ৩০ এপ্রিল ২০২৫   বৈশাখ ১৬ ১৪৩২   ০২ জ্বিলকদ ১৪৪৬

টানা চারবার চ্যাম্পিয়ন হয়ে ম্যান সিটির ইতিহাস

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০৩:৫০ এএম, ২০ মে ২০২৪ সোমবার

ইংল্যান্ডের শীর্ষ ফুটবল প্রতিযোগিতার ১৩৬ বছরের ইতিহাসে প্রথম ক্লাব হিসেবে টানা চারবার চ্যাম্পিয়ন হওয়ার নতুন কীর্তি লিখল ম্যানচেস্টার সিটি। ফুটবলারদের পাশাপাশি সমর্থকদের উচ্ছ্বাসও ছিল বাধ ভাঙা। আর তাই তো শেষ বাঁশি বাজার আগেই তারা নেমে পড়েছিলেন মাঠে। কারণ এ জয় যে তাদের কাছে বিশেষ কিছু।

ম্যানচেস্টার সিটির অধিনায়ক কাইল ওয়াকারের কাছেও এমনই বিশেষ এই কিছু টানা চারবার শিরোপা জয়টা।

ম্যাচ শেষে স্কাই স্পোর্টসকে তিনি বলেন, 'আমি দলের অধিনায়ক, আর্মব্যান্ড পরিধান করি, কিন্তু আমি নিজেকে অন্য ১০ জনের ঊর্ধ্বে রাখি না। কারণ আমরা একটা দল। এবার আমরা চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নিয়েছি, কিন্তু তারপর লিগ শিরোপা জেতা এবং টানা চার মৌসুম জেতা, এটা অবশ্যই বিশেষ কিছু।

ওয়াকার আরও বলেন, 'টটেনহ্যামের পর শিরোপাটা ছিল স্পর্শের দূরত্বে। আমাদের আজ দর্শক ছিল। মোমেন্টামও ছিল আমাদের পক্ষে। এটা নিয়ে সারা বছরই কথা হয়েছে এবং আমরা যে ইতিহাস তৈরি করতে পারি তা নিয়ে কথা হয়েছে। এটি জয় করতে যে সবাই মরিয়া ছিল, আজকের খেলাতেই তার প্রমাণ মিলেছে।'