সোমবার   ২৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

গাজায় হাসপাতালে খাওয়ার পানি শেষ, ঘিরে রেখেছে ইসরায়েলি সেনা

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০৮:২৬ পিএম, ২০ মে ২০২৪ সোমবার

উত্তর গাজার আল-আওদা হাসপাতাল ঘিরে রেখেছে ইসরায়েলি সেনারা। হামাসকে নির্মূল করতে অভিযানের অংশ হিসেবে হামলা চালাচ্ছে তারা। ইতোমধ্যে হাসপাতালে খাওয়ার পানি শেষ হয়েছে। এমন অবস্থায় ইসরায়েলি সেনারা কাউকে হাসপাতাল থেকে ঢুকতে বা বের হতে দিচ্ছে না।

সোমবার এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।উত্তর গাজায় এখনো কার্যক্রম চালু আছে এরকম অল্প কয়েকটি হাসপাতালের মধ্যে অন্যতম আল আওদা।

মানবিক সহায়তা সংস্থা ডক্টরস উইদাউট বর্ডার্স (এমএসএফ) জানিয়েছে, এই হাসপাতালে খাওয়ার পানি ফুরিয়ে গেছে। পার্শ্ববর্তী জাবালিয়া শরণার্থী শিবিরে শনিবার ইসরায়েল বিমানহামলা চালানোর পর অন্তত ৩৪ জন আহত রোগী এখানে চিকিৎসা নিতে আসেন।

চিকিৎসাকর্মীদের বরাত দিয়ে ফিলিস্তিনি সংবাদমাধ্যম ওয়াফা নিউজ এজেন্সি জানিয়েছে, রোববার থেকে ইসরায়েলি সেনাবাহিনী এই হাসপাতালের দিকে কামানের গোলা ছুঁড়তে শুরু করে। এরপর তারা পুরো হাসপাতাল ঘিরে ফেলে। এছাড়া হাসপাতালের আশেপাশের এলাকা বুলডোজার চালিয়ে ধ্বংস করে দেয়। এছাড়া খান ইউনিসের ইউরোপীয় হাসপাতালেও পানি শেষ হয়ে এসেছে বলে জানা গেছে।

জাতিসংঘের মানবিক সংস্থা ওসিএইচএ জানিয়েছে, গাজার ২১ হাসপাতাল পুরোপুরি বন্ধ আছে। আর ১৫ হাসপাতাল আংশিকভাবে কার্যকর রয়েছে।