শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ৭ ১৪৩১   ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

সেলিম ওসমানের বিজয়ে বন্দর থানা যুবলীগের অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক 

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৫:২৯ পিএম, ৪ জানুয়ারি ২০১৯ শুক্রবার

সদ্য সমাপ্ত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রেকর্ড সংখ্যক ভোটে মহাজোট সমর্থিত প্রার্থী সেলিম ওসমান পূণরায় নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন বন্দর থানা যুবলীগ নেতৃবৃন্দ। শুক্রবার (৪ জানুয়ারি) বিকেলে বন্দর থানা যুবলীগ সভাপতি এড.হাবিব আল মুজাহিদ পলু ও সাধারণ সম্পাদক খন্দকার হাতেম হোসাইনের পক্ষ থেকে এক বিবৃতিতে এ অভিনন্দন জানানো হয়।

পাশাপাশি পৃথক পৃথক অভিনন্দন জানান বন্দর থানা যুবলীগের সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম জুয়েল, রেজাউল করিম রাজা, বন্দর থানা যুবলীগের ত্রাণ বিষয়ক সম্পাদক মাসুম আহমেদ, কদমরসুল পৌর যুবলীগের সাধারণ সম্পাদক কাজী জহির।

বিবৃতিতে বন্দর থানা যুবলীগ নেতৃবৃন্দরা জানান, নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনে বিপুল ভোটের ব্যবধানে মহাজোট সমর্থিত প্রার্থী একেএম সেলিম ওসমান দ্বিত্বীয়বারের মত নির্বাচিত হয়েছেন। তার এ বিজয়ে বন্দর থানা যুবলীগ আনন্দিত ও অভিভূত। কেননা, জননেত্রী শেখ হাসিনা কখনো নারায়ণগঞ্জ’র মত গুরুত্বপূর্ণ আসনে কোন অযোগ্য ব্যাক্তিকে দায়িত্ব দিবেন না। তিনি সঠিক সময়ে সঠিক প্রার্থীকেই বেছে নিয়েছেন। সেই সাথে এমপি সেলিম ওসমানকে জানাই যুবলীগের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। এ বিজয় নৌকার বিজয়, এ বিজয় স্বাধীনতার বিজয়। এই বিজয় আমাদের ধরে রাখতে হবে এবং আগামীতে ঐক্যবদ্ধভাবে ভুমিকা রাখতে হবে। ভোটারা উৎসবমূখর পরিবেশে ভোটে অংশ গ্রহণ করেছেন এবং কোথাও কোন জায়গায় নির্বাচনে কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা বর্তমান প্রধাণমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে নারায়ণগঞ্জ-৫ আসনে মহাজোট প্রার্থী সেলিম ওসমানকে বিজয়ী করাই ছিল বন্দর থানা যুবলীগের অঙ্গীকার। সেলিম ওসমানের বিজয় মানেই জননেত্রী শেখ হাসিনার বিজয়। যেখানে নৌকা নাই সেখানে লাঙ্গল মার্কায় ভোট দিতে বলা হয়েছিল। নেত্রীর নির্দেশে বন্দর থানা যুবলীগ পরিশ্রমের সুফল অর্জণ করতে পেরেছি।

উল্লেখ্য,নারায়ণগঞ্জ-৫ আসনে মহাজোট প্রার্থী সেলিম ওসমান লাঙ্গল প্রতিক নিয়ে পেয়েছেন ২ লক্ষ ৭৯ হাজার ৫৪৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দি জাতীয় ঐক্যফ্রন্ট সমর্থিত ধানের শিষের প্রার্থী এসএম আকরাম পেয়েছেন ৫২৩৫২ ভোট।