মঙ্গলবার   ২৫ জুন ২০২৪   আষাঢ় ১১ ১৪৩১   ১৮ জ্বিলহজ্জ ১৪৪৫

মেক্সিকোতে নির্বাচনী প্রচারণার মঞ্চ ধসে নিহত অন্তত ৫

নিউজ ডেস্ক

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০৭:১৫ পিএম, ২৩ মে ২০২৪ বৃহস্পতিবার

মেক্সিকোতে দমকা বাতাসে নির্বাচনী প্রচারণার মঞ্চ ধসে পড়লে অন্তত পাঁচজন নিহত হয়েছেন এবং আরও প্রায় ৫০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছে এএফপি।

দুর্ঘটনার ছবিতে দেখা গেছে মঞ্চ  তৈরিতে ব্যবহৃত অবকাঠামো উপড়ে গেছে এবং মঞ্চের ওপর একটি বড় আকারের টিভি স্ক্রিন আছড়ে পড়েছে। মঞ্চে সে সময় প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী হর্হে আলভারেজ মেইনেজ ও তার সিটিজেন'স মুভমেন্ট পার্টির সদস্যরা দাঁড়িয়ে ছিলেন।

উত্তরের নুয়েভো লিওন রাজ্যের গভর্নর স্যামুয়েল গার্সিয়া সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লেখেন, 'দুর্ভাগ্যজনকভাবে পাঁচ ব্যক্তি নিহত হয়েছেন এবং ৫০ জন আহত হয়েছেন।'

ঘটনাস্থলে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এই দুর্ঘটনাকে 'মর্মান্তিক' বলে অভিহিত করেন।

সান পেদ্রো গারজা গার্সিয়া শহরের এই দুর্ঘটনার পর সুস্থ আছেন বলে জানান মেইনেজ (৩৮)।

'আমি ভালো আছি এবং কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছি', বলেন তিনি।

তিনি আরও জানান, এ মুহূর্তে আহতদের সেবা করাই প্রাধান্যের বিষয়।

তিনি জানান, সব আহত ব্যক্তিকে হাসপাতালে না নেওয়া পর্যন্ত তিনি ঘটনাস্থলেই থাকবেন।

তার রাজনৈতিক দলের কিছু সদস্য হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

জনমত জরিপ মতে, ২ জুনে অনুষ্ঠিতব্য প্রেসিডেন্ট নির্বাচনে জনপ্রিয়তার দিক দিয়ে তৃতীয় অবস্থানে আছেন মেইনেজ।

জরিপে তার থেকে বেশ খানিকটা এগিয়ে আছেন ক্লদিয়া শেইনবম ও প্রধান বিরোধীদলের প্রার্থী শোচিল গালভেজ।

বিদায়ী প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাদর নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

তিনি জানান, নির্বাচনী প্রচারণার সময় দমকা হাওয়ার কারণে এই দুর্ঘটনা ঘটে।

মেইনেজের রাজনৈতিক দল এক বিবৃতিতে জানিয়েছে যে 'হতাহতদের সঙ্গে সংহতি প্রকাশের উদ্দেশ্যে তিনি সব ধরনের নির্বাচনী প্রচারণা স্থগিত করেছেন।'

২ জুন মেক্সিকানরা নতুন প্রেসিডেন্ট, কংগ্রেসের সদস্য, বেশ কিছু রাজ্যের গভর্নর ও স্থানীয় কর্মকর্তা নির্বাচন করার জন্য ভোট দেবেন। সব মিলিয়ে ২০ হাজারের মতো পদের জন্য নির্বাচন হতে যাচ্ছে।