শনিবার   ৩০ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৫ ১৪৩১   ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ সাবেক সেনাপ্রধান

মাসুদ করিম, ঢাকা থেকে

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ১০:২০ পিএম, ২৪ মে ২০২৪ শুক্রবার


‘জেনারেল আজিজ আহমেদ ডেড হর্স’ অ্যাকশন আমলে নিচ্ছে না ঢাকা
 

সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদ কার্যত ডেড হর্স। তাই তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা তেমন আমলে নিচ্ছে না বাংলাদেশ। তাছাড়া, নিষেধাজ্ঞা ঘোষণার আগে বাংলাদেশ সরকারকে জানিয়েছিল যুক্তরাষ্ট্র। বাংলাদেশে বিরোধী পক্ষকে খুশি করতে অনেকটা আইওয়াশ ধরনের অ্যাকশনে খুব বেশি আপ্লুত নয় বিএনপি। একথা দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজেই স্বীকার করেছেন।
কূটনৈতিক সূত্র মতে, ‘অল দ্য প্রাইম মিনিস্টার্স ম্যান’ নামে আল-জাজিরা অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পর পরই জেনারেল (অব.) আজিজ আহমদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়ে রেখেছিল যুক্তরাষ্ট্র। কিন্তু সেটা তখন প্রকাশ করেনি। কারণ যে ধারায় নিষেধাজ্ঞা দিয়েছিলো; ওই ধারায় তা প্রকাশ করা যায় না। এবার ডোনাল্ড লু ওয়াশিংটন ফিরে যাবার পর অন্য ধারায় নিয়ে আজিজের বিরুদ্ধে নিষেধাজ্ঞার কথা ঘোষণা করলো যুক্তরাষ্ট্র। জেনারেল আজিজ এখন আর সেনাপ্রধান নেই। তাই তার দায় বাংলাদেশ সরকার টেনে নিজের কাঁধে নিতে চাইছে না। তাছাড়া, নিষেধাজ্ঞায় সরকারের বিরুদ্ধে কিছু বলেনি যুক্তরাষ্ট্র। এ কারণে সরকার প্রতিক্রিয়ায় নমনীয়।
আজিজের বিরুদ্ধে আনা দুর্নীতির অভিযোগ তিনি প্রত্যাখান করেছেন। সরকার প্রত্যাখ্যান করেনি। সরকারের অবস্থান ভিন্ন। যুক্তরাষ্ট্র যদি দুর্নীতির প্রমাণ দিতে পারে তবে দুর্নীতি দমন কমিশন তা তদন্ত করবে। এটা বাংলাদেশ সরকারের অবস্থান। তার মানে সরকার বিরোধীদের সঙ্গে বৈঠক না করায় বিরোধীদের মধ্যে যে হতাশার সৃষ্টি হয়েছিল সেখানে ভারসাম্য আনতে পুরনো নিষেধাজ্ঞা প্রকাশ করলো যুক্তরাষ্ট্র।