রোববার   ২৪ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ৯ ১৪৩১   ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

নিউইয়র্ক সভা-সমাবেশে মাস্ক নিষিদ্ধ হচ্ছে!

আজকাল রিপোর্ট

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০৩:৩২ এএম, ২৫ মে ২০২৪ শনিবার



নিউইয়র্কে মাস্ক পড়ে সমাবেশ, মিছিল, মিটিং বা কোন আন্দোলন নিষিদ্ধ করার উদ্যোগ নেয়া হচ্ছে! এই মর্মে স্টেট সিনেটে একটি বিল তোলা হচ্ছে। এ আইন অমান্যকারীদের ক্রিমিনাল মামলায় বিচার করা হবে। যার সর্বোচ্চ শাস্তি হবে ৯০ দিনের জেল। মাস্ক পরে কোন ব্যক্তি আন্দোলনে অংশ নিয়ে যদি কাউকে আহত কিংবা ভাংচুর করে তবে তার শাস্তি আরও বেশি হবে। নিউইয়র্ক স্টেট সিনেট মাইনোরিটি লিডার রব অর্ট বলেছেন, সম্প্রতি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে মাস্ক পড়ে আন্দোলনের নামে ঘৃণা ও বিদ্বেষমূলক বক্তব্য দেয়া হচ্ছে। সন্ত্রাসী সংগঠনের সমর্থনে পুরো যুক্তরাষ্ট্র জুড়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আন্দোলন হচ্ছে। আইন প্রণেতা হিসেবে আমরা বসে থাকতে পারি না। রিপাবলিকান এই সিনেটর আরও বলেন, মাস্ক পড়ে যারা আন্দোলন করবেন তাদের চিহ্নিত করে তাদের স্কলারশীপসহ শিক্ষা সহায়তা ও অনুদান বাতিল করা হবে। দুঃখজনক হচ্ছে, আমেরিকান কলেজ বিশ্ববিদ্যালয়েও হামাসের মতো টেরোরিস্ট সংগঠনের পক্ষে শ্লোগান দেয়া হচ্ছে। আন্দোলনকারিরা যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সম্পর্ক নষ্ট করতে চায়।
বিভিন্ন মানবাধিকার সংগঠন এই বিলের তীব্র নিন্দা জানিয়েছে। তারা বলেছে, রিপাবলিকান সিনেটর ও এসেমব্লিম্যানদের এই বিল আমেরিকানদের মৌলিক অধিকারের পরিপন্থী। আন্দোলনকারিরা কোন সন্ত্রাসের পক্ষে কথা বলছে না। তারা মানবতা ও মৌলিক অধিকারের কথা বলছে। তারা ইসরাইলে সন্ত্রাসী হামলার প্রতিবাদ করেছে। একই সাথে প্যালেস্টাইনে ইসরাইরী সেনাবাহিনীর হত্যাকান্ডের নিন্দা জানাচ্ছে। স্বাধীনতাকামী প্যালেস্টাইনীদের যেভাবে হত্যা করা হচ্ছে তা কোন বিবেকবান মানুষ সমর্থন করতে পারে না। নতুন এই বিলকে ডেমোক্র্যাটরা কালো আইন হিসেবে অভিহিত করেছে। এই বিলটি রুখতে তারা সর্বোচ্চ শক্তি প্রয়োগ করবে বলে সিনেট ডেমোক্র্যাটরা ঘোষণা দিয়েছেন।