নিউইয়র্ক মাতালেন মমতাজ
আজকাল রিপোর্ট -
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০৪:০৮ এএম, ২৫ মে ২০২৪ শনিবার
গোল্ডেন এজ হোম কেয়ারের আয়োজনে সঙ্গীত সন্ধ্যা
গোল্ডেন এজ হোম কেয়ার আয়োজিত আমাজুরার কনসার্টে শ্রোতাদের মাতিয়ে গেলেন মমতাজ। গত ১৭ মে অনুষ্ঠিত এই কনসার্টটি ছিল ফোক স¤্রাজ্ঞীর এবারের নিউইয়র্ক সফরে একমাত্র একক সঙ্গীতানুষ্ঠান। একক উপস্থাপনার পাশাপাশি কয়েকটি গান তিনি দ্বৈতভাবে পরিবেশন করেন নিউইয়র্কের স্বনামধন্য সঙ্গীতশিল্পী রানো নেওয়াজ ও তরুণ শিল্পী মোস্তফা অনিক রাজের সাথে।
জ্য্যামাইকার দর্শকপূর্ণ আমাজুরা হলে মমতাজের এই অনুষ্ঠানটি পরিণত হয়েছিল প্রকৃত অর্থে ফোক সঙ্গীতের এক জমজমাট আসরে। একের পর এক গান গেয়ে শ্রোতাদের বিমোহিত করে তুলেছিলেন মমতাজ। মূলত সঙ্গীত শিল্পী রানো নেওয়াজের উদ্যোগে আয়োজিত মমতাজের এই সঙ্গীতানুষ্ঠানকে বাস্তবে রূপ দিতে হাত বাড়িয়েছিলেন গোল্ডেন এজ হোম কেয়ারের প্রেসিডেন্ট ও সাপ্তাহিক ‘আজকাল’ সম্পাদক শাহ নেওয়াজ। আমাজুরা হলের দর্শকদের কৌতুক শোনানোর মধ্য দিয়ে মমতাজের লাইভ কনসার্টের উদ্বোধন করেন তিনি। বাহুল্য কথায় না গিয়ে তিনি সরাসরি মমতাজের গানে নিয়ে গিয়েছিলেন শ্রেতৃমন্ডলীকে। রাত ১১টা নাগাদ কনসার্টের শেষ পর্যায়ে তিনি অনুষ্ঠান সহায়কদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এর মধ্য দিয়েই সাঙ্গ হয় যুক্তরাষ্ট্রে মমতাজের একমাসব্যাপী সঙ্গীত অভিযাত্রা। ১৯ মে মমতাজ বাংলাদেশের উদ্দেশ্যে নিউইয়র্ক ত্যাগ করেন।
উল্লেখ্য, কমিউনিটি বির্নিমানে গোল্ডেন এজ হোম কেয়ারের ব্যাপক ভিত্তিক কর্মকান্ডের মতো মমতাজের এই অনুষ্ঠানের আয়োজনও সকল মহলের প্রশংসা পেয়েছে। ১৯ মে ব্রুকলিনে অনুষ্ঠিত বাংলাদেশি কমিউনিটির বৃহত্তম পথমেলাতেও গোল্ডেন এজ হোম কেয়ার ছিল প্রধান স্পন্সর। নিউইয়র্ক সিটিতে অনুষ্ঠিত অধিকাংশ অনুষ্ঠানেরই পৃষ্ঠপোষকতা করে আসছে এই প্রতিষ্ঠানটি। টাইমস স্কয়ার থেকে চার্চ ম্যাকডোনাল্ডস, জ্যাকসন হাইটস থেকে জ্যামাইকা সবখানেই সরব উপস্থিতি রয়েছে গোল্ডেন এজ হোম কেয়ার ও তাদের সিস্টার প্রতিষ্ঠান এনওয়াই ইন্সুরেন্সের। এনওয়াই ইনস্যুরেন্স বাংলাদেশি কমিউনিটিতে উবার-লিফট, গ্রীনক্যাব ও টিএলসি লাইসেন্সধারী ড্রাইভারদের এক যুগেরও বেশি সময় ধরে সেবা দিয়ে আসছে।