রোববার   ২৪ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ৯ ১৪৩১   ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

‘যত বই তত প্রাণ’ স্লোগানে নিউইয়র্কে বাঙালির বইমেলা

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০৪:৪৪ পিএম, ২৬ মে ২০২৪ রোববার

নিউইয়র্কের জ্যামাইকা পারফর্মিং আর্ট সেন্টারে গত শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় ফিতা কেটে উদ্বোধন করা হয়েছে ৩৩তম আন্তর্জাতিক বাংলা বইমেলার। ‘যত বই তত প্রাণ’- এই প্রতিপাদ্য নিয়ে এ বইমেলার আয়োজন করেছে মুক্তধারা ফাউন্ডেশন। সংগীত, নৃত্য, আবৃত্তিসহ নানা আয়োজনের ভেতর দিয়ে উদ্বোধন করা হয়েছে বিদেশে বাংলা বইকে ঘিরে বৃহত্তর এই মেলার।

চার দিনের এই মেলার উদ্বোধন করেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি নুরুল হুদা এবং যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশ মিশনের হাইকমিশনার মোহাম্মদ ইমরান। 

এদিন বাংলা ভাষাভাষী অসংখ্য মানুষ এসে সমবেত হন জ্যামাইকা আর্ট সেন্টারে। যুক্তরাষ্ট্র, কানাডা, ভারত এবং বাংলাদেশ থেকেও লেখক, শিল্পী, প্রকাশকসহ অনেক বিশিষ্টজন অংশ নেন এ বইমেলায়। 

মেলার উদ্বোধনের পর জ্যামাইকা আর্ট সেন্টারে মুক্তিযুদ্ধ এবং গণহত্যা নিয়ে একটি বিশেষ প্রদর্শনীরও উদ্বোধন করা হয়। এ প্রদর্শনীর উদ্বোধক ছিলেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি ডা. সারোয়ার আলী। মেলার উদ্বোধনী অনুষ্ঠানে আরও অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ আ ম শ আরেফিন সিদ্দিক, প্রেস ক্লাব সভাপতি ফরিদা ইয়াসমিন, এমপি, কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. সৌমিত্র শেখর, আবদুন নূর, রেজওয়ানা চৌধুরী বন্যা, লুৎফুর রহমান রিটন, আহমাদ মাযহার, বিশ্বজিৎ সাহা প্রমুখ। 

এবারের এ বইমেলায় অংশ নিচ্ছে ৪০টি প্রকাশনা প্রতিষ্ঠান। বই আছে ১০ হাজারের বেশি। মেলা চলবে আগামী ২৭ মে পর্যন্ত প্রতিদিন স্থানীয় সময় সকাল ১১টা থেকে রাত ১১টা অবধি। 

আজ রোববার মেলার কর্মসূচির মধ্যে রয়েছে স্বরচিত কবিতা পাঠ ও ছড়ার আসর। এতে অংশ নেবেন সাইফুল্লাহ মাহমুদ দুলাল, লুৎফর রহমান রিটন, সৈয়দ আল ফারুক প্রমুখ। এ ছাড়া রয়েছে নতুন বই নিয়ে আলোচনা। আবদুল্লাহ জাহিদের সঞ্চালনায় এ অনুষ্ঠানে অংশ নেবেন প্রতিদিনের বাংলাদেশের সাহিত্য সম্পাদক, লেখক ফারুক আহমেদ। এ ছাড়াও থাকবে ‘রবীন্দ্রনাথ ও পূর্ববাংলা’, ‘সাহিত্য ও পুরস্কার’, ‘বাংলা নাটকের এদিন সেদিন’, ‘অভিবাসী সাহিত্য মূল্যহীন’, ‘বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কের ৫০ বছর’, ‘শিশু সাহিত্য ছেলেখেলা নয়’ ইত্যাদি শীর্ষক আলোচনা, বিতর্ক ও আলাপচারিতা।