শুক্রবার   ১৮ অক্টোবর ২০২৪   কার্তিক ৩ ১৪৩১   ১৪ রবিউস সানি ১৪৪৬

হায়দরাবাদের সূর্য ডুবিয়ে আইপিএল কলকাতার

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০১:৪৪ এএম, ২৭ মে ২০২৪ সোমবার

সানরাইজার্সের জয়ের সূর্য উঠলো না চেন্নাইয়ের চিপ্পক স্টেডিয়ামে। 'বাজিগর' শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্সই বাজি মেরে দিল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ২০২৪ মৌসুমে। সানরাইজার্স হায়দরাবাদকে মাত্র ১১৩ রানে অলআউট করে দেওয়ার পর ১০.৩ ওভারে ৮ উইকেট হাতে রেখেই শিরোপা জিতে নিয়েছে শ্রেয়াশ আইয়ারের দল।
 
প্যাট কামিন্সের ২০২৩ সালটা গিয়েছে স্বপ্নের মত। টেস্ট চ্যাম্পিয়নশিপ, ওয়ানডে বিশ্বকাপ; দুটোই জিতেছেন অধিনায়ক হিসেবে। অ্যাশেজও ধরে রেখেছেন। আইপিএলে তার দল সানরাইজার্স হয়ে উঠেছিল বিস্ফোরক ব্যাটিংয়ের প্রতিশব্দ। সেই হায়দরাবাদ ফাইনালে গুটিয়ে গেল মাত্র ১১৩ রানে।
 
১৪ রানে মিচেল স্টার্ক নিয়েছেন অভিশেক শর্মা ও রাহুল ত্রিপাঠির উইকেট, হরশিত রানা ফিরিয়েছেন ভয়ংকর হয়ে ওঠার আশঙ্কা জাগানো হেইনরিখ ক্লাসেনকে (১৬)। কামিন্সের ১৯ বলে ২৪ রানই সানরাইজার্স ইনিংসের সর্বোচ্চ। ১১৪ রান তাড়ায় বেশি সময় নেয়নি কলকাতা। বলের হিসেবে মাত্র ৬৩ বল, ১০.৩ ওভার।

ভেঙ্কটেশ আইয়ারের ২৬ বলে অপরাজিত ৫২ আর রহমানউল্লাহ গুরবাজের ৩২ বলে ৩৯ রানের ইনিংসেই সহজে জয় পায় নাইট রাইডার্স।
কলকাতার এটি তৃতীয় শিরোপা, ২০১৪ সালে দ্বিতীয় শিরোপা জয়ের ১০ বছর পর ফের ফাইনালে উৎসবে মাতলো কলকাতা নাইট রাইডার্স।