রোববার   ২৪ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ৯ ১৪৩১   ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্টেট এসেমব্লি মেম্বার পদ

মনসেরাতকে আজকালের এনডোর্সমেন্ট

আজকাল রিপোর্ট -

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০১:৫৫ এএম, ১ জুন ২০২৪ শনিবার



 

সাপ্তাহিক আজকাল নিউইয়র্ক স্টেট এসেম্বলি মেম্বার পদে হায়রাম মনসেরাতকে এনডোর্স করেছে। তিনি কুইন্সের ডিস্ট্রিক্ট ৩৫ (এলমহার্স্ট, করোনা, রিগো পার্ক ও ফরেস্ট হিল) থেকে নির্বাচন করছেন। আগামী ২৫ জুন অনুষ্ঠিত ডেমোক্র্যাটিক প্রাইমারিতে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন। ডেমোক্র্যাটিক অধ্যুষিত এ এলাকায় প্রাইমারিতে যিনি বিজয়ী হন তাকেই চূড়ান্ত নির্বাচনে বিজয়ী বলে বিবেচিত করা হয়। অতীতে প্রাইমারিতে এই এলাকায় যারা নির্বাচিত হয়েছেন চূড়ান্ত বিজয়ের মালা তাদের গলায় ঝুলেছে। এই ডিস্ট্রিক্টের বর্তমান এসেমব্লি মেম্বার জেফরিয়ন আব্রি অবসরে যাচ্ছেন। উন্মুক্ত এই আসনে ডেমোক্র্যাটিক প্রার্থিতা জন্য লড়ছেন হায়রাম মনসেরাত।
ইমিগ্র্যান্ট বান্ধব হায়রাম মনসেরাত জীবনের বড় একটি অংশ পাবলিক সার্ভেন্ট হিসেবে কাজ করেছেন। তিনিই প্রথম ল্যাটিনো আমেরিকান কুইন্স থেকে সিটি কাউন্সিলের নির্বাচনে বিজয়ী হয়েছিলেন। সারাটা জীবন কাটিয়েছেন কুইন্সে। ১৭ বছর বয়সে যোগ দিয়েছিলেন ইউএস মেরিনে। ২১ বছর বয়সে যোগদান করেন নিউইয়র্ক সিটিতে পুলিশ অফিসার হিসেবে। ১০ বছর তিনি নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন। ১২ বছর সিটি কাউন্সিলম্যান ও স্টেট সিনেটর হিসেবে জনসেবা করেছেন। তিনি কুইন্স কলেজে লেখাপড়া করেছেন। অতীত অভিজ্ঞতার আলোকে তিনি নিরাপদ কমিউনিটি গড়ার প্রত্যয়ে এবার এমেব্লিমেম্বার পদে প্রার্থী হয়েছেন। সাপ্তাহিক আজকাল তার অতীত রেকর্ড, কমিউনিটির প্রতি ভালবাসা ও নিরাপদ কুইন্স গড়ার প্রতিশ্রুতির প্রেক্ষিতে তাকে সর্মথন জানিয়েছে। আজকালের সম্পাদক ও প্রকাশক শাহ নেওয়াজ আনুুষ্ঠানিকভাবে গতকাল বৃহস্পতিবার এ ঘোষণা দিয়েছেন।
বাংলাদেশিদের বন্ধু হিসেবে পরিচিত হায়রাম জানেন কিভাবে কমিউনিটিকে নিরাপদ রাখা যায়। তার ভাষায় নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা দীর্ঘদিন ধরে ডিস্ট্রিক্ট ৩৫ এর জনগন উপেক্ষিত। অতীত অভিজ্ঞতা কাজে লাগিয়ে বসবাসযোগ্য নিরাপদ ও পরিচ্ছন্ন কমিউনিটি গড়তে তিনি এবার নির্বাচন করছেন। এই নির্বাচনে তিনি সকল বাংলাদেশি সংবাদপত্র ও মিডিয়ার সহযোগিতা চেয়েছেন।