রোববার সোলসের কনসার্ট নিয়ে তুমুল আগ্রহ
আজকাল রিপোর্ট -
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০২:৩৮ এএম, ১ জুন ২০২৪ শনিবার
বাংলাদেশের ঐতিহ্যবাহী ব্যান্ড দল সোলস তাদের প্রতিষ্ঠার ৫০ বছর উপলক্ষে সিরিজ কনসার্ট করছে যুক্তরাষ্ট্রে। এরই ধারাবাহিকতায় আগামী ২ জুন রোববার সন্ধ্যায় জ্যামাইকার মেরি লুইস একাডেমি হলে লাইভ সংগীত পরিবেশনায় দর্শক মাতাবে গায়ক পার্থ বড়–য়ার নেতৃত্বে থাকা ব্যান্ড দলটির সদস্যরা। নিউইয়র্কে সোলসের কনসার্ট নিয়ে ইতোমধ্যে সংগীতপ্রেমী দর্শক-শ্রোতাদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা দিয়েছে।
এ কনসার্টের আয়োজন করেছে নিউইয়র্কের সংগঠন দেশী মিউজিক এন্ড এন্টারটেইনমেন্ট এবং গ্যালাক্সি মিডিয়া এন্ড এন্টারটেইনমেন্ট। এতে সহায়তা করছে গোল্ডেন এজ হোম কেয়ার, রিভারটেল, রিয়েল স্টেট ইনভেস্টর নুরুল আজিম, উৎসব ডট কম, এথনিক ফুড (মাছওয়ালা), খলিল বিরিয়ানি হাউজ, সেলাক্স, ফেউমা, এলেক্সো লাইফ স্টাইল, ফ্লিক্সা ও সেভ দা স্মাইল। মিডিয়া পার্টনার হিসেবে থাকছে সাপ্তাহিক আজকাল ও সাপ্তাহিক ঠিকানা। প্রিন্টিং পার্টনার আইহোপ ডিজাইন এন্ড প্রিন্টিং।
অনুষ্ঠানের আয়োজক বদরুদ্দোজা সাগর বলেন, এই অনুষ্ঠানটিতে আমরা এত সাড়া পেয়েছি যে, মনেই হচ্ছে না এটি যুক্তরাষ্ট্রের কোন কনসার্টের আয়োজন। কনসার্টের আনুষ্ঠানিক ঘোষণার পরপরই সব টিকিটি বিক্রি হয়ে গেছে। অনেক চাহিদা থাকলেও আসন স্বল্পতার কারণে আমরা টিকিটি দিতে পারিনি। আশা করি, দর্শকরা তাদের পরিবেশনা মনভরে উপভোগ করতে পারবেন। দর্শকদের অভূতপূর্ব সাড়া দেখে আমরা এ বছরই আরো বেশ কয়েকটি শো’র আয়োজনের সিদ্ধান্ত নিয়েছি। শিগগিরই কুমার বিশ্বজিৎ, আঁখি আলমগীর, ইমরান, কনা, জেফার, তোসিবাসহ বিভিন্ন শিল্পীর পরিবেশনা দেখতে পাবেন নিউইয়র্কের বাংলাদেশি দর্শকরা।
আয়োজকরা জানান, এক মাসের বেশি সময় ধরে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে শো করেছে সোলস। সেসব শো ছিল কানায় কানায় পূর্ণ। যুক্তরাষ্ট্রের বাংলা ভাষাভাষী মানুষ জানে জনপ্রিয় ব্যান্ড দলটি এখন যুক্তরাষ্ট্রে রয়েছে। তাদের সফরের শেষ ভাগে নিউইয়র্কের এই শো আয়োজন করা হয়েছে।