জিয়ার মৃত্যুবার্ষিকী পালনে জ্যাকসন হাইটস এলাকাবাসী
আজকাল রিপোর্ট -
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০২:৪৯ এএম, ১ জুন ২০২৪ শনিবার
‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’ গতকাল বৃহস্পতিবার যথাযোগ্য মর্যাদায় পালন করেছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৩তম মৃত্যুবার্ষিকী। এই উপলক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও দোয়া মাহফিল। পরে এলাকাবাসীর মধ্যে খাবার বিতরণ করা হয়।
জ্যাকসন হাইটস এলাকাবাসী নিউইয়র্ক-এর সভাপতি শাকিল মিয়া ও সাধারণ সম্পাদক মো: আলম নমির নেতৃত্বে গতকাল দুপুরে নবান্ন রেষ্টুরেন্টে আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এখানে স্বাগত বক্তব্য রাখেন জ্যাকসন হাইটস এলাকাবাসী সংগঠনের সাধারণ সম্পাদক মো: আলম নমি। এছাড়াও বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি গিয়াস আহমেদ ও সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিল্লু, বারী হোম কেয়ারের সিইও আসিফ বারী ট্টুুল, যুবদলের নেতা জাকির এইচ চৌধুরী, বিএনপি নেতা সারওয়ার খান বাবু, গিয়াস উদ্দিন, শাহাদৎ বাষির্কী উদযাপন কমিটির অনুষ্ঠানের আহ্বায়ক দেওয়ান মনির, যুগ্ম আহ্বায়ক মোশাররফ হোসেন সবুজ, সদস্য সচিব আমানত হোসেন আমান, সমন্বয়কারী রফিকুল ইসলাম ডালিম, আফতাব জনি প্রমূখ। অনুষ্ঠান সঞ্চলনা করেন আবুল কাশেম এবং দোয়া পরিচালনা করেন মাওলানা ইয়াসিন।
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধের অবদানের কথা স্মরণ করে বক্তারা বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চ পাকহানাদার বাহিনী নিরস্ত্র বাঙালিদের উপর হামলা চালিয়েছে, সে সময় বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক জিয়াউর রহমান বাঙালী জাতিকে ঐক্যবদ্ধ করে যুদ্ধের ঘোষণা দেন। তিনি নিজে যুদ্ধে অংশগ্রহণ করে শত্রু মুক্ত করে দেশকে স্বাধীন করেছেন।
সব শেষে অনুষ্ঠানে আগতদের খাবার দিয়ে আপ্যায়ন করা হয়।