মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১১ ১৪৩১   ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

প্রবাসী বরিশাল বিভাগীয় কল্যাণ সমিতির পিকনিক হলো

নিউইয়র্ক

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০২:৫৩ এএম, ১ জুন ২০২৪ শনিবার



গত ২৬ মে  রবিবার লং আইল্যান্ডের সাউথহ্যেভেন কাউন্টি পার্কে হয়ে গেল উত্তর আমেরিকার অন্যতম আঞ্চলিক সংগঠন প্রবাসী বরিশাল বিভাগীয় কল্যাণ সমিতি ইউএসএ ইনকের বছরের প্রথম পিকনিক। যেখানে উপস্থিত ছিলেন আমেরিকায় অবস্থানরত জাতিসংঘের বাংলাদেশ এম্বাসাডর পরিবার সহ নিউইয়র্কের অনেক পেশাজীবি। অনুষ্ঠানটি সকাল ৯টায় শুরু হয়ে সন্ধা ৮টা পর্যন্ত চলে।
 

বরিশাল বিভাগের ছয়টি জেলা তথা বরিশাল সদর, পটুয়াখালী, ভোলা, ঝালকাঠি, পিরোজপুর ও বরগুনা নিয়ে উত্তর আমেরিকায় প্রবাসী বরিশাল বিভাগীয় কল্যাণ সমিতি গঠন করা হয়েছে।  সংগঠনের  সভাপতি আইন ব্যাবসায়ী জনাব কাজী জামান ঊদ্দিন এবং সাধারণ সম্পাদক ড. রফিকুল ইসলামের নেতৃত্বে সকালে পিকনিকের শুভ উদ্বোধন হয় ।
সকাল থেকে সন্ধা পর্যন্ত গান বাজনার মাধ্যমে মাতিয়ে রাখেন নিউইয়র্কের সেরা শিল্পীবৃন্দ, এদের মধ্যে অন্যতম ড. কামরুল ইসলাম, রোকসানা, সেলিম ইব্রাহিম, রাসেদ উদ্দিন হীরা, রওশনারা কাজলসহ আরোও অনেকে।
সকাল থেকেই চলতে থাকে স্পটেই রান্না, চিকেন তন্দুরি সহ বিভিন্ন দেশীয় কায়দায় বিভিন্ন মজাদার খাবারের আয়োজন। অনুষ্ঠানটি পরিচালনা পর্ষদের দায়িত্বে ছিলেন মঞ্জুর মোর্শেদ, রুহুল আমিন, জাকির হোসেন, ম ম জসীম, সাইদুল ইসলাম বাদল, মিজানুর রহমান, মনিরুল ইসলাম, শেইখ তুজান্বর আলি, মনিরুজ্জামান, ড. রাব্বানী, জুয়েল, মিশন,রুমেল, নিলুফা ইয়াসমিন ও রাসিদা বেবী।
পিকনিক উপলক্ষে মনিরুজ্জামান মিয়ার সম্পাদনায় ‘চন্দ্রমেলা’ নামে স্বরনিকা প্রকাশ করা হয়। সংগঠনের সভাপতি ও সাঃ সম্পাদক সকল বিজ্ঞাপন দাতা, লেখক,প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া, সাংবাদিক ও বনভোজনে উপস্থিত সকলকে ধন্যবাদ ও সকলের প্রতি কৃতজ্ঞতা জানান।
১৫টি ইভেন্টের খেলাধুলায় মেতে উঠেছিল সব বয়সী ছেলে মেয়েসহ সকল নারী পুরুষ। স্বর্নের হার ও স্বর্নের চেইন সহ আরোও ১০টি আকর্ষণীয় পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়। প্রেস বিজ্ঞপ্তি।