রোববার   ২০ এপ্রিল ২০২৫   বৈশাখ ৬ ১৪৩২   ২১ শাওয়াল ১৪৪৬

নিউইয়র্ক ফিল্ম ফ্যাস্টিভ্যালে পুরস্কার জিতল পদাতিক

নিউজ ডেস্ক

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০৭:১২ পিএম, ৭ জুন ২০২৪ শুক্রবার

ভারতের খ্যাতিমান পরিচালক সৃজিত মুখার্জির পরিচালনায় চঞ্চল চৌধুরী প্রথমবার একটি সিনেমায় অভিনয় করেছেন। 'পদাতিক' নামের এই সিনেমাটি মুক্তির আগেই নিউইয়র্ক থেকে একটি পুরস্কার অর্জন করেছে। নিউইয়র্ক ফিল্ম ফেস্টিভ্যালে 'সেরা স্ক্রিনপ্লে' পুরস্কার জিতেছে ছবিটি।

সিনেমার এই অর্জনের খবর আজই জানতে পেরেছেন পরিচালক সৃজিত মুখার্জি। তিনি সুসংবাদটি অভিনেতা চঞ্চল চৌধুরীকেও জানান। চঞ্চল চৌধুরী দ্য ডেইলি স্টারকে আজ সোমবার বলেন, 'পদাতিক সিনেমার জন্য এটি একটি বড় সাফল্য। অনেক পরিশ্রম করে কাজটি করেছি। এই খবরটি শুনে খুব ভালো লাগছে।'

তিনি আরও বলেন, 'পরিচালক সৃজিত মুখার্জি একটু আগে আনন্দের খবরটি আমাকে জানিয়েছেন। আমি খুব আনন্দিত।'

উল্লেখ্য, 'পদাতিক' সিনেমায় চঞ্চল চৌধুরী প্রখ্যাত পরিচালক মৃণাল সেনের ভূমিকায় অভিনয় করেছেন। চলতি বছরেই সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।