রোববার   ০৮ সেপ্টেম্বর ২০২৪   ভাদ্র ২৩ ১৪৩১   ০৪ রবিউল আউয়াল ১৪৪৬

পাকিস্তানকে হারালো যুক্তরাষ্ট্র

আজকাল স্পোর্টস

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০৯:৫২ এএম, ৮ জুন ২০২৪ শনিবার



বাংলাদেশের বিরুদ্ধে সিরিজ জয়ের পর টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে দিল আমেরিকা। টান টান উত্তেজনার ম্যাচে সুপার ওভারে জয় ছিনিয়ে নিল টি-টোয়েন্টি বিশ্বকাপের অন্যতম আয়োজকেরা।
টি-টোয়েন্টি বিশ্বকাপে আমেরিকার বিরুদ্ধে বিপর্যয় পাকিস্তানের। প্রথমে ব্যাট করার সুযোগ পেয়েও বাবর আজমের দল করে ৭ উইকেটে ১৫৯ রান। টস জিতে ফিল্ডিং নেন আমেরিকার অধিনায়ক মোনাঙ্ক পটেল। জবাবে আমেরিকাও করে ৩ উইকেট ১৫৯ রান। খেলার নিষ্পত্তি হল সুপার ওভারে। তাতেও এঁটে উঠতে পারলেন না বাবরেরা।
সুপার ওভারে আমেরিকা প্রথমে ব্যাট করে তোলে ১৮ রান। মহম্মদ আমির তিনটি ওয়াইড বল করে আমেরিকাকে সুবিধা করে দেন। অ্যারন জোন্স করলেন ১১ রান। জয়ের জন্য পাকিস্তানের লক্ষ্য দাঁড়ায় ১৯ রান। পাকিস্তান ব্যাটিংয়ে নামায় ফখর জামান এবং ইফতিকার আহমেদকে। সৌরভ নেত্রাভালকরের দ্বিতীয় বলে চার মারেন ইফতিকার। কিন্তু তৃতীয় বলে আউট হয়ে যান। দুরন্ত ক্যাচ ধরেন নীতীশ কুমার। নামেন শাদাব খান। তাতেও লাভ হয়নি। শেষ পর্যন্ত ১৩ রান করে ৫ রানে হেরে গেল পাকিস্তান।