রোববার   ০৮ সেপ্টেম্বর ২০২৪   ভাদ্র ২৩ ১৪৩১   ০৪ রবিউল আউয়াল ১৪৪৬

দুই বাংলাদেশি ট্রাফিক পুলিশের ওপর হামলা

আজকাল রিপোর্ট -

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ১০:২৯ এএম, ৮ জুন ২০২৪ শনিবার


 
ম্যানহাটানে ডিউটিরত এনওয়াইপিডির ট্রাফিক বিভাগের দুই সদস্য দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছেন। সিটি মেয়র অ্যারিক অ্যাডামস এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। অপরাধে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি ঘোষণা করেছেন।
জানা গেছে, ম্যানহাটানের নর্থ ১০৩ কমান্ডে কর্মরত অবস্থায় ট্রাফিক এজেন্ট ডি আলো মুসলিমকে ফায়ার এক্সটিংগুইসার দিয়ে মাথায় আঘাত করলে তিনি আহত হন। ডি আলো তাৎক্ষণিকভাবে তার সহকর্মীদের ঘটনাটি জানালে তারা দ্রুত এসে হামলাকারীকে আটক করেন। পরে হামলাকারীকে আদালতে হাজির করা হলে তাকে কারাগারে পাঠাবার আদেশ দেন বিচারক।
একই দিন এম, এ, চৌধুরী নামের এনওয়াইপিডির আর একজন ট্রাফিক এজেন্ট ম্যানহাটানে কর্তব্যরত থাকা অবস্থায় জনৈক ব্যক্তির কুকুরের হামলার শিকার হন। কুকুর তাকে কামড় দিলে তিনি তাকে আটক করার চেষ্টা করেন। তখন কুকুরের মালিক এম, এ, চৌধুরীকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন এবং হুমকি প্রদান করে।
এই ঘটনায় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা দুই ভিকটিমের পাশে গিয়ে দাঁড়িয়েছেন এবং এই হামলার প্রতিবাদ জানিয়েছেন।
এ ব্যাপারে ট্রাফিক এজেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাঈদ ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমাদের কঠিন পরিস্থিতিতে কাজ করতে হয়। এমন ঘটনা প্রায় সময়েই ঘটে থাকে। এবারও ঘটেছে। পুলিশ কর্মকর্তারা দুজনই বাসায় ফিরে গেছেন। দুই আসামীকে গ্রেফতার করা হয়েছে, বিচারক তাদের কারাগারে পাঠিয়েছেন। পুলিশের কর্তব্য পালনে বাধা প্রদান করলে আইন মোতাবেক সর্বোচ্চ সাত বছরের সাজার বিধান রয়েছে বলে তিনি জানান।