রোববার   ০৮ সেপ্টেম্বর ২০২৪   ভাদ্র ২৩ ১৪৩১   ০৪ রবিউল আউয়াল ১৪৪৬

জ্যাকসন হাইটস কিংস একাদশের প্রীতি সম্মিলনী

আজকাল রিপোর্ট -

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ১০:৩২ এএম, ৮ জুন ২০২৪ শনিবার


   
 
জ্যাকসন হাইটস কিংস একাদশ ক্রিকেট ক্লাবের এক প্রীতি সম্মিলনীতে বক্তারা সমাজ গঠনে খেলাধুলার গুরুত্ব তুলে ধরে বলেছেন, খোলা মাঠ মানুষের মনের প্রান্তরকে উন্মুক্ত করার প্রেরণা জোগায়।  
গত বুধবার সন্ধায় জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি সেন্টারে আয়োজিত এই প্রীতি সম্মিলনীতে কিংস একাদশ টিমের সদস্য, পৃষ্ঠপোষক, ব্যাবসায়ী ও সুধীজনেরা উপস্থিত ছিলেন। তারা তাদেও বক্তব্যে বলেন,  তরুণ সমাজকে আলোর পথে আনতে ক্রীড়া-শিল্প-সাহিত্যের চর্চার কোন বিকল্প নাই। জ্যাকসন হাইটস কিংস একাদশ ক্রিকেট ক্লাব দীর্ঘদিন ধরে সেই কাজটি করে আসছে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফাহাদ সোলায়মান, আলমগীর খান আলম, শাহ্ জে. চৌধুরী, জাকির হোসেন বাচ্চু, শেখ নোমান পলাশ, ডা. শাহজাদী পারভীন,  ক্লাবের সভাপতি রশীদ নিয়াজি, সহ-সভাপতি হুমায়ুন আহমেদ, টিম ডিরেক্টর আফতাবুজ্জামান শিমুল, ম্যানেজার আশিফুল হক ও আলাউদ্দিন রিমু, দল নির্বাচক সজীব ইসলাম প্রমুখ।
দলের ম্যানেজার আকতারুজ্জামান শিমুল তার বক্তব্যে বলেন, আমাদের তরুণ সমাজ সামাজিকভাবে নৈতিক অবক্ষয়ের দিকে যাচ্ছে। ভয়াবহ মাদকের ছোবলে আক্রান্ত হচ্ছে, মোবাইলে আসক্ত হয়ে পড়ছে। এসব থেকে তাদেরকে আলোর পথে আনতে ক্রীড়া-শিল্প-সাহিত্য চর্চার কোন বিকল্প নেই। খোলা মাঠ মানুষের মনের প্রান্তরকেও উন্মুক্ত করার প্রেরণা জোগায়। সেই দৃষ্টিভঙ্গি থেকেই আমরা এই ক্রিকেট দলটি গঠন করেছি, যাতে করে নিউইয়র্কের তরুণেরা মাঠে গিয়ে শারিরীক-মানসিক ও শৈল্পিক ভাবে নিজেদের গড়ে তুলতে পারে।
নিজের দলের সফলতা কমনা করে অধিনায়ক রাশীদ নিয়াজী বলেন, ২০২০ সালে নিউইয়র্কে ক্রিকেট খেলার মানকে উন্নত করার লক্ষ্য নিয়ে এই দল গঠন করা হয়। আগামী দিনে তার দলের খেলোয়াড়রা আমেরিকা ও বাংলাদেশের জাতীয় দলে খেলবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। দলের উপ-অধিনায়ক আসিফ ফয়সাল বলেন, আমরা খেলার মাধ্যমে নিউইয়র্কে বাঙালি কমিউনিটির যুব সমাজকে আলোকিত করতে চাই।  
পরিচিতি সভায় উপস্থিত অতিথিরা তাদের বক্তব্যে বলেন, মাঠ শুধু খেলাধুলাই নয় এর সঙ্গে জড়িয়ে আছে মানুষের শরীর আর প্রাণের এক অচ্ছেদ্য বন্ধন। খেলাধুলা মেধা ও মননকে সমৃদ্ধ করে, শারীরিক ও মানসিক ভারসাম্যকে নিয়ন্ত্রণ করে। সেই খেলার মধ্যে যুব সমাজকে টানতে না পারলে তাদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে উঠতে পারে। বক্তারা  এই ক্লাবের সার্বিক কর্মকান্ডে তাদের সর্বাত্মক সহযোগিতার কথা ঘোষণা করেন।
জ্যাকসন হাইটস কিংস একাদশ ক্রিকেট ক্লাবে প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন রশীদ নিয়াজি, ভাইস-প্রেসিডেন্ট হুমায়ুন আহমেদ, টিম ডিরেক্টরের দায়িত্বে আছেন আফতাবুজ্জামান শিমুল, ম্যানেজারের দায়িত্ব পালন করছেন দুই জন আশিফুল হক ও আলাউদ্দিন রিমু এবং সিলেক্টরের দায়িত্বে আছেন সজীব ইসলাম।
খেলোয়াড়ের তালিকায় ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব পালন করছেন রশীদ নিয়াজি, ভাইস ক্যাপ্টেন আসিফ ফয়সল। তালিকায় আছেন হাফিজ মুনাম, মো: রাবির, জে এ সনেট, শাহারিয়ার ইমন, মো: সারাফাজ, মশিউর রহমান, আফতাবুজ্জামান শিমুল, শিমুল পাল, আলী ইমরান, ইমরান উদ্দিন, মো. আলামিন হোসাইন, মুক্তাল আলী, রাফাতুল রাসেল, আলাউদ্দিন রিমু, মো. জিহান তৌহিদ, রেজাউল, সাফায়েত ইসলাম, মো. তারেক ভূঁইয়া ও হুমায়ুন কবির।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলোয়াত করেন ইমরান উদ্দিন। অনুষ্ঠান পরিচালনা করেন দলের অন্যতম সদস্য জামিল সারোয়ার জনী।
উল্লেখ্য, বাংলাদেশি যুব সমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করে, মাদকমুক্ত ও সুন্দর সমাজ গঠনের লক্ষ্যে ২০২০ সালে এই ক্রিকেট ক্লাবটি প্রতিষ্ঠিত হয়।