‘টিম ডায়মন্ডস’কে গ্লোবাল এনআরবি চেম্বারের সংবর্ধনা
আজকাল রিপোর্ট -
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ১০:৩৫ এএম, ৮ জুন ২০২৪ শনিবার
নাসা স্পেস এপস চ্যালেঞ্জ বিজয়ী
২০২২ সালে নাসা স্পেস এপস চ্যালেঞ্জ বিজয়ী বাংলাদেশের ‘টিম ডায়মন্ডস’কে সংবর্ধনা দিয়েছে গ্লোবাল এনআরবি চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। ৩ জুন সোমবার নিউইয়র্কের নবান্ন পার্টি হলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নিউইয়র্কে বাংলাদেশ কনসাল জেনারেল মো. নাজমুল হুদা। বিশেষ অতিথি ছিলেন এনআরবি ওয়ার্ল্ড-এর সদস্য ও এমআইটি স্পেস সিস্টেম ল্যাবরেটরি বিজ্ঞানী মিজানুল হক চৌধুরী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্লোবাল এনআরবি চেম্বারের প্রেসিডেন্ট শাহনেওয়াজ, পরিচালক এনামুল হক এনাম, কমিউনিটি সংগঠক আনিসুল কবির জাসির সহ অন্যরা উপস্থিত ছিলেন।
নাজমুল হুদা বলেন, বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের মেধাবীরা এগিয়ে যাচ্ছে। এ পুরস্কার তার মধ্যে একটি। সারাবিশ্বের মেধাবীদের সঙ্গে পাল্লা দিয়ে সেরা হওয়া দেশেল জন্য বড় অর্জন। শুধু তাই নয় পরের বছরও বাংলাদেশের আরেক দল বিজয়ী হয়। আশাকরি এভাবেই বিজয়ের ধারা অব্যাহত থাকবে।
শাহনেওয়াজ বলেন, সব উন্নয়ন কর্মকা-ের সঙ্গে এনআরবি আছে। আমরা ভবিষ্যতে তরুণ উদ্যোক্তা নিয়ে কাজ করব, তাদেরকে উদ্যোগগুলোকে কিভাবে ব্যবসায় পরিণত করা যায় সে বিষয়ে পদক্ষেপ নেব। ভবিষ্যতে আমরা তরুণ উদয় নিয়ে নতুন নতুন প্রজেক্টে যুক্ত হব। তরুণদেরকে এগিয়ে নিতে আমরা সকলে সহযোগিতা চাই।
টিম ডায়মন্ডস দলের দলনেতা ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির তিষা খন্দকার। অন্য সদস্যরা হলেন- একই বিশ্ববিদ্যালয়ের মুনিম আহমেদ (ইউএক্স নকশাকার), ইনজামামুল হক সনেট (সিস্টেম আর্কিটেক্ট), আবু নিয়াজ (ডেভেলপার) এবং গবেষক নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের জারিন চৌধুরী।
নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০২২ সালের বিজয়ী দলের দলনেতা তিষা খন্দকার বলেছেন, এ প্রতিযোগিতায় ১০টি দল গ্লোবাল উইনার হয়, তার মধ্যে টিম ডায়মন্ড একটি। মোস্ট ইন্সপিরেশনাল প্রজেক্ট হিসাবে আমরা চ্যাম্পিয়ন হই। যা দেশের জন্য সম্মান নিয়ে এসেছে। দেশের বাইরে আমেরিকায় দেশের মানুষের এমন আগ্রহ এবং ভালোবাসা আমাদের উদ্দীপ্ত করেছে। যা আমাদের সামনে এগিয়ে নেবে।
যুক্তরাষ্ট্রে দলটির সফর সমন্বয় করছেন মোহাম্মদ মাহদীউজ্জামান অপু। নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ-২০২২-এ বাংলাদেশের ‘টিম ডায়মন্ডস’ চ্যাম্পিয়ন হয়েছিল। চ্যাম্পিয়নশিপ অ্যাওয়ার্ড গ্রহণের জন্য ওয়াশিংটন ডিসির পথে তারা নিউইয়র্কে আসেন।
নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ-২০২২ এ বিশ্বের ১৬২টি দেশ থেকে ৫ হাজার ৪২৭টি দল অংশগ্রহণ করেছিল। সব যাচাই-বাছাই প্রক্রিয়া শেষে আন্তর্জাতিক বিচার প্রক্রিয়ার জন্যে সে বছর গ্লোবাল নমিনেশন পেয়েছিল বিশ্বের ৪২০টি দল। মাত্র ৩৫টি দল ‘গ্লোবাল ফাইনালিস্ট’ তালিকায় জায়গা করে নেয়। ৩৫টি দলের এ তালিকায় একমাত্র বাংলাদেশি দল হিসেবে গ্লোবাল ফাইনালিস্টে জায়গা পায় ‘টিম ডায়মন্ডস’।
একই অনুষ্ঠানে গ্লোবালে এনআরবি চেম্বারের বিজনেস নেটওয়ার্কিং ডিনার অনুষ্ঠিত হয়। প্রবাসী ব্যবসায়ীদের মধ্যে পারস্পরিক যোগসূত্র বাড়ানো ও সম্পর্ককে মজবুজ করতে এ নেটওয়ার্কিং ডিনার আয়োজন করা হয়। ‘কানেক্ট ইউর বিজনেস টু দ্য ওয়ার্ল্ড’ স্লোগান সামনে রেখে ২০২৩ সালে যাত্রা শুরু করে গ্লোবাল এনআরবি চেম্বার। দেশে ও প্রবাসী ব্যবসায়ীদের বিনিয়োগ, দক্ষাতা ও অভিজ্ঞতা ও যোগাযোগ বৃদ্ধিই সংগঠনের মূল লক্ষ্য।