শুক্রবার   ১৮ অক্টোবর ২০২৪   কার্তিক ৩ ১৪৩১   ১৪ রবিউস সানি ১৪৪৬

মধ্য গাজায় হামলা নিয়ে নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠক

নিউজ ডেস্ক

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০২:৫৫ পিএম, ৯ জুন ২০২৪ রোববার

মধ্য গাজার আল-নুসেইরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলার ঘটনায় জরুরি বৈঠকে বসতে যাচ্ছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। শনিবার (৯ জুন) ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের অনুরোধে জরুরি এ বৈঠক ডাকা হয়েছে বলে নিশ্চিত করেছেন দেশটির প্রধানমন্ত্রী মোহাম্মদ মোস্তফার কার্যালয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা নিউজ জানিয়েছে,ওই অভিযানসে অন্তত ২১০ ফিলিস্তিনি নিহত হয়েছে বলে দাবি করেছে গাজার সরকারি মিডিয়া অফিস। নুসেইরাত শরণার্থী শিবির থেকেই চার জিম্জিকে উদ্ধার করেছে ইসরায়েলি সেনাবাহিনী। দুটি ঘটনা একই অভিযানের অংশ কিনা,তা এখনও পরিষ্কার নয়।

ওয়াফা নিউজ আরও জানিয়েছে, প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস জাতিসংঘে নিরাপত্তা পরিষদের জরুরি অধিবেশনের ডাক দিতে ফিলিস্তিনের রাষ্ট্রদূতকে নির্দেশ দিয়েছেন। 

সংস্থাটির মতে, প্রেসিডেন্ট আব্বাস জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এই জরুরি অধিবেশন আহ্বান করতে প্রাসঙ্গিক আরব এবং আন্তর্জাতিক পক্ষগুলোরে সাথে নিবিড় যোগাযোগে নিযুক্ত রয়েছেন।

প্রেসিডেন্টের কার্যালয় থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জানানো হয়েছে, আব্বাস জোর দিয়েছিন, পূর্ব জেরুজালেমসহ গাজা এবং পশ্চিম তীরে মানবিক বিপর্যয় বন্ধ করতে আন্তর্জাতিক হস্তক্ষেপের জরুরি প্রয়োজন।এছাড়া গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধ ও অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে জাতিসংঘের প্রস্তাবগুলো কার্যকর করতেও আন্তর্জাতিক হস্তক্ষেপ প্রয়োজন।

প্রায় আট মাস ধরে চলা যুদ্ধে এক ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজার বিস্তীর্ণ অঞ্চল। সেখানে খাদ্য, বিশুদ্ধ পানি ও ওষুধের অভাবও তীব্র। এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক বিচার আদালত ইসরায়েলকে গণহত্যার অভিযোগে অভিযুক্ত করেছে। সেই সাথে রাফাহ শহরে অভিযান বন্ধের নির্দেশ দিয়েছে। তারপরও ইসরায়েলি সেনাবাহিনী শহরটিতে অভিযান চালিয়ে যাচ্ছে, যোখানে অন্তত ১০ লাখ ফিলিস্তিনি শরণার্থী আশ্রয় নিয়েছেন।