রোববার   ০৮ সেপ্টেম্বর ২০২৪   ভাদ্র ২৩ ১৪৩১   ০৪ রবিউল আউয়াল ১৪৪৬

পারমাণবিক অস্ত্র মোতায়েন বাড়াতে পারে যুক্তরাষ্ট্র!

নিউজ ডেস্ক

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০২:৫০ পিএম, ১১ জুন ২০২৪ মঙ্গলবার

রাশিয়া-চীন সহ যুক্তরাষ্ট্রের অন্য প্রতিপক্ষরাও শক্তিশালি হয়ে উঠছে ক্রমাগত। এই নিয়ে শঙ্কা প্রকাশ করছে যুক্তরাষ্ট্র। তাদের হুমকি উদ্বেগে ফেলেছে যুক্তরাষ্ট্রকে। তাই আগে থেকেই সচেতন হতে চাইছে হোয়াইট হাউস। তাই তাদের হুমকি মোকাবিলা করতে কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েন বাড়াতে পারে হোয়াইট হাউস। 

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, শুক্রবার হোয়াইট হাউসের ঊর্ধ্বতন কর্মকর্তারা অস্ত্র বিষয় নিয়ে জাতীয় নিরাপত্তা পর্ষদের অস্ত্র নিয়ন্ত্রণ বিষয়ক শীর্ষ কর্মকর্তা প্রণয় ভাদ্দির সঙ্গে এক অনুষ্ঠানে এই কথা জানান। দেশটির আর্মস কন্ট্রোল অ্যাসোসিয়েশন এই অনুষ্ঠানের আয়োজন করেছিল।

এই বিষয় নিয়ে হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানিয়েছেন, যদি তাদের প্রতিপক্ষরা পারমাণবিক অস্ত্রের নীতিতে পরিবর্তন না আনে, তবে তাদের পারমাণবিক অস্ত্রের প্রয়োজন দেখা দেবে। তাই সেই কথা মাথায় রেখে পারমাণবিক অস্ত্রের মোতায়েন বাড়াতে হবে। যদি প্রেসিডেন্ট এই ধরনের সিদ্ধান্ত নেন, তাহলে সেটা বাস্তবায়নের জন্য তাঁরা পুরোপুরি প্রস্তুত থাকবে।

জাতীয় নিরাপত্তা পর্ষদের অস্ত্র নিয়ন্ত্রণ বিষয়ক শীর্ষ কর্মকর্তা প্রণয় ভাদ্দি জানিয়েছেন , যদি এমন ঘোষণা আসে, তাহলে দৃঢ়সংকল্প করতে হবে। আমেরিকার জনগণ, তাদের মিত্র ও অংশীদারদের সুরক্ষায় আরও পারমাণবিক অস্ত্রের প্রয়োজন হবে। তাই সেই বিষয়ে নজর দিতে হবে।

উল্লেখ্য শুক্রবার এক অনুষ্ঠানে অস্ত্রাগার সীমাবদ্ধতা নিয়ে যুক্তরাষ্ট্রের আহ্বানে সাড়া দেয় নি চীন ও রাশিয়া। সাড়া না দেয়ায় তাদের উপর আরও কার্যকর চাপ প্রয়োগে নতুন নীতি প্রণয়ন করার বিষয়ে বক্তব্য রাখেন প্রণয় ভাদ্দি। সেখানেই তিনি জানান যে মার্কিন প্রশাসন আরও বেশি কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েন করবে।