শনিবার   ২৮ সেপ্টেম্বর ২০২৪   আশ্বিন ১৩ ১৪৩১   ২৪ রবিউল আউয়াল ১৪৪৬

যুদ্ধবিরতিতে রাজি আছে ইসরায়েল, দাবি যুক্তরাষ্ট্রের

নিউজ ডেস্ক

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০৩:৪৫ পিএম, ১৩ জুন ২০২৪ বৃহস্পতিবার

ইসরায়েল যুদ্ধবিরতিতে রাজি আছে, এতে রাজি হতে হামাসকে চাপ দেওয়ার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দপ্তর হোয়াইট হাউজের জাতীয় নিরাপত্তা পরামর্শক জ্যাক সুলিভান।

তিনি দাবি করেছেন, জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পাস হওয়া যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাবে ইসরায়েলের সমর্থন আছে। যদিও দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এখন পর্যন্ত এ নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি।

চুক্তি নিয়ে হামাস ও ইসরায়েলের মধ্যে এখনো যেসব মতপার্থক্য রয়েছে সেগুলো দূর করা এখন মূল লক্ষ্য বলে জানিয়েছেন এই মার্কিন কর্মকর্তা।

বৃহস্পতিবার (১৩ জুন) ইতালিতে জি-৭ জোটের সম্মেলনের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সুলিভান। এ সময় তিনি বলেন, হামাস যেন এই যুদ্ধবিরতির চুক্তিতে রাজি হয় সেজন্য তাদের ওপর বিশ্বের চাপ দেওয়া উচিত।

গত বছরের ৭ অক্টোবর ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের যোদ্ধারা ইসরায়েলের বিভিন্ন অবৈধ বসতিতে হামলা চালায়। এরপর ওইদিন থেকেই হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হয়। যা দীর্ঘ আট মাস ধরে চলছে।

এই যুদ্ধে এখন পর্যন্ত ৩৭ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছেন এক লাখেরও বেশি মানুষ। গাজায় মানবিক বিপর্যয় দেখা দেওয়ায় গত কয়েকদিন ধরে সেখানে যুদ্ধবিরতি চুক্তি কার্যকরের চেষ্টা চালাচ্ছে যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশগুলো।

তবে দখলদার ইসরায়েল গাজায় স্থায়ী হামলা বন্ধ করতে অস্বীকৃতি জানানোয় হামাস যুদ্ধবিরতির চুক্তিতে রাজি হচ্ছে না।