শনিবার   ২৮ সেপ্টেম্বর ২০২৪   আশ্বিন ১৩ ১৪৩১   ২৪ রবিউল আউয়াল ১৪৪৬

নিউইয়র্কে পাবলিক সেফটি ফোরাম ও ব্রুকলিন পাবলিক ইনপুট সেশন

নিউজ ডেস্ক

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০৪:০৪ পিএম, ১৩ জুন ২০২৪ বৃহস্পতিবার

নিউইয়র্ক সিটি চার্টার রিভিশন কমিশন নিউইয়র্ক সিটি চার্টারে প্রস্তাবিত পরিবর্তনের ব্যাপারে আলোচনা করার জন্য একটি পাবলিক সেফটি ফোরাম এবং পাবলিক ইনপুট সেশনের আয়োজন করেছে।

২০ জুন বৃহস্পতিবার  ব্রুকলিনে বিকেল ৪ টা থেকে রাত আটটা পর্যন্ত এই সেশন অনুষ্ঠিত হবে। সেশনটি জনসাধারণের সামনে উন্মুক্ত থাকবে। সাধারণ জনগণ কমিশনের সামনে গিয়ে মতামত জানানোর সুযোগ পাবেন। এছাড়া ভার্চুয়াল লোকেশন nyc.gov/charter-তে পোস্ট করা জুম লিংকে সংযুক্ত হয়ে অংশ নিতে পারবেন।

যে কারণে এই পাবলিক ফোরাম ও ইনপুট সেশন: নিউইয়র্ক সিটি চার্টারের মাধ্যমে শহরের সরকারকে স্ট্রাকচার প্রদান করা হয় এবং শহরের নির্বাচিত কর্মকর্তা ও এজেন্সিগুলোকে ক্ষমতা দেওয়া হয়। সিটি চার্টার রিভিশন কমিশনকে সমগ্র চার্টার পর্যালোচনা করার ক্ষমতা দেওয়া হয়েছে। এটি এমন পরিবর্তনের পরামর্শ দিতে পারে যা সরকারকে আরো দক্ষতার সাথে কাজ করতে এবং নিউইয়র্কের সকল নাগরিককে আরো ভালো সেবা দিতে সাহায্য করবে।

বিশেষজ্ঞগণ পাবলিক সেফটি বিষয়ে সাক্ষ্য দেওয়ার সময় সাধারণ মানুষকে সরকারি বিষয়ে গুরুত্বপূর্ণ যেকোনো সাক্ষ্য দেওয়ার এবং চার্টারে পরিবর্তন প্রস্তাব করার জন্য আমন্ত্রণ জানিয়েছেন। এছাড়া www.nyc.gov/charter ওয়েবসাইট ভিজিট করে নিউইয়র্ক সিটি চার্টার রিভিশনের ব্যাপারে বিস্তারিত জানা যাবে।

যারা মতামত জানাতে পারবেন: সেশনটি জনসাধারণের সামনে উন্মুক্ত এবং সাধারণ জনগণ কমিশনের সামনে গিয়ে মতামত জানানোর সুযোগ পাবেন। জনসাধারণের যেকোনো সদস্য সিটি চার্টার উন্নত করার জন্য তাদের ধারণা সম্পর্কে সাক্ষ্য দিতে পারবেন। তবে তা তিন মিনিটের বেশি হবে না। কমিশনটি সভায় ব্যক্তিগতভাবে উপস্থিত থাকা ব্যক্তিদের এবং জুমের মাধ্যমে যোগদানকারীদের সাক্ষ্য গ্রহণ করবে। মতামত প্রকাশ করতে আগ্রহী একটি গোষ্ঠী সংগঠন বা প্রতিষ্ঠানকে একটি অনুমোদিত প্রতিনিধি বেছে নিতে হবে। পাঁচটি বরোর মধ্যে থেকে যে কেউ মতামত প্রকাশ করতে পারেন। এই শুনানিতে বক্তব্য রাখতে নিবন্ধন করা সকলকে সিটি চার্টার রিভিশন সামান্য করার চেষ্টা করবে। 

তবে সময় না থাকলে পরবর্তী সিটি চার্টার রিভিশন জনসাধারণের মতামত গ্রহণের সেশনগুলোতে সাক্ষ্য দেওয়ার বা charterinfo@citycharter.nyc.goy ঠিকানায় লিখিত মন্তব্য জমা দেওয়ার জন্য জনসাধারণকে উৎসাহিত করা হয়।

লিখিতভাবেও জানানো যাবে মন্তব্য: জনগণ চাইলে charterinfo@citycharter.nyc.gov এই ঠিকানায় লিখিতভাবে মন্তব্য জমা দিতে পারবেন। একই সাথে শুনানিতে লাইভ সাক্ষ্য দিতে পারবেন। লিখিত সাক্ষ্য অবশ্যই ১২ জুলাই বিকাল পাঁচটার মধ্যে পাঠাতে হবে।

যেখানে হবে এই শুনানি হবে: জনসাধারণ ইনপুট সেশনটি ভার্চুয়াল উপায়ে Zoom লিংকের মাধ্যমে উপভোগ করতে পারবেন। লিংক ২০ জুন  বৃহস্পতিবার বিকেল পাঁচটায় www.nyc.gov/charter-এ পোস্ট করা হবে।