রোববার   ২৪ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ৯ ১৪৩১   ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

নিউইয়র্কে পরীক্ষা পদ্ধতি পরিবর্তন

আজকাল রিপোর্ট -

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০৩:৫২ এএম, ১৫ জুন ২০২৪ শনিবার

হাইস্কুল ডিগ্রি পেতে আর রিজেন্টস দিতে হবে না

 
নিউইয়র্কে হাইস্কুল ডিগ্রি বা ডিপ্লোমা পেতে আর রিজেন্টস পরীক্ষা দিতে হবে না। শত বছর ধরে চলে আসা এই পরীক্ষা পদ্ধতির পরিবর্তন করা হয়েছে। গত সোমবার ১০ জুন নিউইয়র্ক ডিপার্টমেন্ট অব এডুকেশন রিজেন্ট পরীক্ষার প্রয়োজন নেই বলে ঘোষণা দিয়েছে।
উল্লেখ্য, ১৮৬৬ সাল থেকে স্টেট রিজেন্টস পরীক্ষা ছিল হাই স্কুল গ্রাজুশেনের প্রধান ও ম্যান্ডেটরি মানদন্ড। এতে পাঁচটি স্টেট রিজেন্টস পরীক্ষার সম্মুখীন হতে হতো শিক্ষার্থীদের। রিজেন্টস পরীক্ষা রদ করা হলেও ডিপ্লোমা পেতে হলে শিক্ষার্থীদের সাতটি বিষয়ে দক্ষতা প্রদর্শন করতে হবে।  ক্রিটিক্যাল থিংকার হিসেবে শিক্ষার্থীর নিজেকে উপস্থাপন করতে হবে। ইনোভেটিভ প্রোবলেম সলভার, স্টেট স্ট্যান্ডার্ড প্রভৃতি সকল এরিয়াতে পারদর্শিতা থাকতে হবে। সাংস্কৃতিক ও সামাজিক ক্ষেত্রে দক্ষতা প্রদর্শন করতে হবে, থাকতে হবে কমিউনিকেশন স্কিল। নিজেকে উপস্থাপন করতে হবে গ্লোবাল সিটিজেন হিসেবে। ক্লাসরুমে এ বিষয়গুলোর ওপর পারদর্শিতা দেখালেই নির্ধারিত হবে ডিপ্লোমার নিশ্চয়তা। শিক্ষার্থীদের আর ঘন্টার পর ঘন্টা পরীক্ষার হলে বসে থাকতে হবে না। এতে রিজেন্টের টেনশন ও প্রেসার থেকে ছাত্রছাত্রীরা রেহাই পাবে। তবে রিজেন্ট পরীক্ষাকে অপশনাল রাখা হয়েছে। প্রোফিসিয়েন্সি দেখানোর জন্য যে কেউ তা নিতে পারবে। তবে এই রিজেন্ট পরীক্ষার সাথে ডিপ্লোমা প্রাপ্তির কোন সম্পর্ক থাকবে না।
আগামী নভেম্বর নাগাদ এডুকেশন ডিপার্টমেন্ট নতুন এই পদ্ধতি বাস্তবায়নের গাইড লাইন প্রকাশ করবে বলে জানা গেছে। কখন থেকে নতুন এই নিয়ম কার্যকর হবে তা তখন ঘোষণা করা হবে। নিউইয়র্ক স্টেট ব্লু রিবন কমিশন ২০১৯ সাল থেকে এ বিষয়টি নিয়ে কাজ করছিল। শুধু পরীক্ষা কেন্দ্রিক ডিগ্রির ধারা পরিবর্তন করে জীবন ও কর্মভিত্তিক শিক্ষা কারিক্যুলাম চালুর লক্ষ্যেই কমিশন এই কাজটি করছিল। স্কুলের গন্ডি পেরোবার পর শিক্ষার্থীরা যাতে বাস্তব জীবনে জ্ঞানের প্রয়োগ করতে পারে সেটাই এই পরীক্ষা পদ্ধতি পরিবর্তনের উদ্দেশ্য। প্রাইভেট ও পাবলিক স্কুলগুলোর মধ্যে সমতা আনার জন্য নতুন এই পদ্ধতি বিশেষ কার্যকর হবে বলে শিক্ষা বিভাগের কর্মকর্তারা মনে করছেন।