শুক্রবার   ২৮ জুন ২০২৪   আষাঢ় ১৪ ১৪৩১   ২১ জ্বিলহজ্জ ১৪৪৫

২৫ বছর জেলের শঙ্কা

প্রেসিডেন্ট পুত্র দোষী সাব্যস্ত

আজকাল রিপোর্ট -

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০৩:৫৪ এএম, ১৫ জুন ২০২৪ শনিবার


 
 
 
ক্ষমতাসীন মার্কিন প্রেসিডেন্টের পুত্র হান্টার বাইডেন আদালতে দোষী সাব্যস্ত হয়েছেন। আমেরিকার ইতিহাসে এমন দৃষ্টান্ত এই প্রথম। প্রেসিডেন্ট জো বাইডেনের সন্তান হান্টার বাইডেন আগ্নেয়াস্ত্র সংক্রান্ত তিনটি মামলাতেই দোষী সাব্যস্ত হয়েছেন। তার সাজা এখনও নির্ধারিত হয়নি তবে তার  ২৫ বছরের কারাদন্ড হতে পারে। গত মঙ্গলবার ১১ জুন ডেলওয়ার স্টেটের ফেডারেল কোর্টের ১২ জন জুরি তিন ঘন্টা আলোচনার পর তাকে দোষী ঘোষণা করেন।
প্রেসিডেন্ট জো বাইডেন রায়ের পর এক প্রতিক্রিয়ায় বলেছেন, আইনগত প্রক্রিয়াকে সম্মান করি। তবে আমার সন্তানের প্রতি আমার সমর্থন রয়েছে।  
হান্টার বাইডেনের বিরুদ্ধে যে তিনটি অভিযোগ আনা হয় তার মধ্যে দুটি ছিল মিথ্যা তথ্য প্রদান সংক্রান্ত। হান্টার বাইডেন ২০১৮ সালে একটি হ্যান্ডগান কেনার সময় তার মাদক ব্যবহারের ব্যাপারে মিথ্যা তথ্য দিয়েছিলেন। ডেলওয়ার স্টেটের একটি দোকান থেকে কোল্ট কোবরা স্পেশাল রিভলবারটি কেনার সময় তিনি এই মিথ্যা তথ্য দেন। অন্যটি মাদক ব্যবহার কিংবা মাদকাসক্ত অবস্থায় নিজের কাছে আগ্নেয়াস্ত্র রাখা।  
তবে হান্টার বাইডেন বলেছেন, আমি এই রায়ে হতাশ। আমি নির্দোষ। তার দাবি সেই সময় তিনি মাদকাসক্তি থেকে বের হয়ে আসার চেষ্টায় ছিলেন। আগ্নেয়াস্ত্র কেনার আবেদনপত্রে তিনি যা বলেছেন তা সত্য ছিল।  
জুরিরা সিদ্ধান্ত দিলেও বিচারক সাজা ঘোষণার জন্য কোনো দিন ধার্য করেননি। তবে আসামী দোষী সাব্যস্ত হওয়ার ১২০ দিনের মধ্যে সাজা ঘোষণা করা হয়ে থাকে। হান্টার বাইডেনের আইনজীবী আবে লোয়েল আইনী লড়াই অব্যাহত রাখবেন বলে জানিয়েছেন।