শুক্রবার   ২৮ জুন ২০২৪   আষাঢ় ১৪ ১৪৩১   ২১ জ্বিলহজ্জ ১৪৪৫

দৃষ্টিনন্দন স্টেডিয়ামটি ভেঙ্গে ফেলা হচ্ছে

আজকাল রিপোর্ট -

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০৪:০২ এএম, ১৫ জুন ২০২৪ শনিবার

নাসাউ কাউন্টি ক্রিকেট গ্রাউন্ড

 
 
বিশ্বকাপ শেষ হওয়ার আগেই ভেঙে ফেলা হচ্ছে দৃষ্টিনন্দন নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। বিশ্বের একমাত্র অস্থায়ী ক্রিকেট স্টেডিয়ামটিতে আর কোনো ম্যাচ না থাকায় এখন ভেঙে ফেলা হচ্ছে। বুধবার বিকাল থেকেই শুরু হয়েছে এই ভাঙা কার্যক্রম। এজন্য সময় লাগবে ছয় সপ্তাহ।
যুক্তরাষ্ট্র ও ভারতের ম্যাচ দিয়ে বিশ্বকাপের রোমাঞ্চ শেষ হলো নিউইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে এটিই ছিল এই স্টেডিয়ামের শেষ ম্যাচ। পুরোপুরি অস্থায়ীভাবে নির্মিত এই স্টেডিয়ামের কাজ শুরু হয় চলতি বছর ফেব্রুয়ারি মাসে। বিশ্বকাপ শুরুর আগেই মাত্র চার মাসে পুরোপুরি প্রস্তুত হয়ে যায় ড্রপ ইন পিচের স্টেডিয়ামটি। এই ভেন্যুতে আর কোনো ম্যাচ না থাকায় এখন পুরোপুরি ভেঙে ফেলা হবে স্টেডিয়ামটি। এজন্য তারা সময় নিবে মাত্র ছয় সপ্তাহ। বুধবার বিকাল থেকেই শুরু হয়েছে এই ভাঙা কার্যক্রম। টুর্নামেন্ট জুড়ে আলোচনায় ছিল এই নাসাউ স্টেডিয়াম। মাঠের ধীরগতির পিচ, ধীরগতির আউটফিল্ড, অন্যান্য অবকাঠামো কিছুই মনপুত হয়নি ক্রিকেট খেলতে আসা দলগুলোর। আইসিসি তাদের আনুষ্ঠানিক এক বিবৃতিতে এই মাঠ নিয়ে জানায়, ‘তারা যদি এই মাঠকে রক্ষণাবেক্ষণ করতে পারে তাহলে পিচগুলো এখানে থাকবে।
আর নাহলে এগুলোকে ফ্লোরিডাতে নিয়ে যাওয়া হবে।’