শনিবার   ২৮ সেপ্টেম্বর ২০২৪   আশ্বিন ১৩ ১৪৩১   ২৪ রবিউল আউয়াল ১৪৪৬

৪ বছর পর সেই ক্যাপিটল হিলে ডোনাল্ড ট্রাম্প

আজকাল রিপোর্ট -

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০৪:০৪ এএম, ১৫ জুন ২০২৪ শনিবার


 
 
২০২১ সালে হামলার ঘটনার পর প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে গেলেন মার্কিন আদালতে দোষী সাব্যস্ত ডোনাল্ড ট্রাম্প। গতকাল বৃহস্পতিবার সকালে ক্যাপিটল হিলে পৌছালে তাকে স্বাগত জানান দলীয় আইনপ্রণেতারা। এসময় সেখানে দুই দফা রিপাবলিকান নেতৃবৃন্দের সাথে রুদ্ধদ্বার বৈঠক করেন সাবেক প্রেসিডন্ট। এসময় ট্রাম্প আগামী নির্বাচন নিয়ে আলোচনা করেন।
চার বছর পর গতকাল বৃহস্পতিবার সকালে মার্কিন যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট ভবন ক্যাপিটল হিলে যান ডোনাল্ড ট্রাম্প। ২০২০ সালের নভেম্বরে নির্বাচনে হেরে পরের বছর ৬ জানুয়ারি ক্ষমতা বদলের দিন ট্রাম্পের সমর্থকরা নজিরবিহীন হামলা চালিয়েছিল এই ক্যাপিটল হিলে। ট্রাম্পের প্ররোচনায় সেদিনের হামলা হয়েছিল বলে অভিযোগ রয়েছে। ওই ঘটনায় আদালতে দায়ের করা মামলার বিচার প্রক্রিয়াধীন। এরই মধ্যে পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসকে ঘুষ দেওয়ার মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন ট্রাম্প। এতসব ঘটনার মধ্যেই যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ নীতিনির্ধারণী স্থান ক্যাপিটল হিলে উপস্থিত মার্কিন ইতিহাসের বিতর্কিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর ক্যাপিটল হিলে উপস্থিতি নিয়ে বিভিন্ন মহলে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
সকালে ট্রাম্প ক্যাপিটল হিলে পৌছালে তাকে স্বাগত জানান রিপাবলিকান দলীয় আইনপ্রণেতারা। পরে দুপুরে প্রথমে নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে কংগ্রেস সদস্যদের সাথে এবং পরে উচ্চকক্ষে সেনেটরদের সাথে রুদ্ধদ্বার বৈঠক করেন ট্রাম্প। বিভিন্ন সূত্রের বরাতে সাবেক প্রেসিডেন্টকে উদ্ধৃত করে গণমাধ্যম জানিয়েছে, এসময় ডোনাল্ড ট্রাম্প বলেছেন, কারো প্রতি কোন অভিযোগ নিয়ে নয়, বরং সবার মধ্যে ঐক্য সৃষ্টি করতেই ক্যাপিটল হিলে এসেছেন তিনি। এমনকি যে মিচ ম্যাককনেল এবং তাঁর স্ত্রীর বিরুদ্ধে ট্রাম্প সোচ্চার ছিলেন, তাদেরকে তিক্ত ভাষায় আক্রমণ করেছেন, সেনেটে এক সময়ের সংখ্যাগরিষ্ঠ সেই নেতার সাথেও তিনি হাত মিলিয়েছেন।
বৈঠকের সূত্রগুলো বলছে, ট্রাম্প আগামী প্রেসিডেন্ট নির্বাচনে তাঁর প্রতিদ্বন্দ্বিতার বিভিন্ন দিক কংগ্রেস সদস্য ও সেনেটরদের কাছে তুলে ধরেছেন।
প্রসঙ্গত, এবছর নভেম্বরের ৫ তারিখ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। বর্তমানে ডেমোক্র্যাটিক পার্টিও প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতায় থাকলেও মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠ ট্রাম্পের দল রিপাবলিকান পার্টি।