শুক্রবার   ২৮ জুন ২০২৪   আষাঢ় ১৪ ১৪৩১   ২১ জ্বিলহজ্জ ১৪৪৫

৭ দাবি নিয়ে আলবেনিতে ‘বাগ’

আজকাল রিপোর্ট -

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০৪:০৬ এএম, ১৫ জুন ২০২৪ শনিবার

স্টেটজুড়ে ঈদের ছুটি : ইসরাইলি দখলদারদের তহবিল বন্ধ

 
 
নিউইয়র্ক স্টেট জুড়ে ঈদের দিন ছুটি, ইসরাইলি দখলদারদের তহবিল বন্ধ করা, সুদমুক্ত অলটারনেটিভ ফিন্যান্স ইনভেন্টমেন্ট বন্ড চালু করাসহ সাতটি দাবি জানিয়েছে বাংলাদেশি আমেরিকান অ্যাডভোকেসি গ্রুপ (বাগ)। সম্প্রতি নিউইয়র্কের রাজধানী আলবেনীতে অনুষ্ঠিত অ্যাডভোকেসি ডে’তে অ্যাসেম্বলি ও সিনেট সদস্যদের সঙ্গে আলোচনায় তারা এসব দাবি তুলে ধরেন।
গত বুধবার জ্যাকসন হাইটসের একটি রেস্টুরেন্টে আয়োজিত এক মিট দ্য প্রেসে সংগঠনটির পক্ষ থেকে এ তথ্য জানান হয়। এতে বাগ-এর প্রেসিডেন্ট জয়নাল আবেদীন, সেক্রেটারি শাহানা মাসুম, ট্রেজারার আব্দুর রহিম, ডিরেক্টর মিসবাহ উদ্দিন মাহমুদ, আশিক মাহমুদ, মাহতাব খানসহ অন্যরা  উপস্থিত ছিলেন।
জয়নাল আবেদীন বলেন, লেজিসলেটিভ ডেতে উত্থাপিত দাবির মধ্যে রয়েছে, মুসলমানদের ঈদের দিনকে নিউইয়র্ক স্টেটে ছুটির দিন ঘোষণা করা, সরকারি স্কুলে হালাল ও খোশার ফুড পরিবেশন করা, নিউইয়র্ক মুসলিম আমেরিকান এডভোকেসি কাউন্সিল গঠন, ইসরাইলের দখলদারদের তহবিল বন্ধ করা, কলেজ ক্যাম্পাসে ফিলিস্তিন বিরোধী সহিংসতা ও ইসলাম ফোবিয়া রোধ করা, অল্টারনেটিভ ফিন্যান্স ইনভেস্টমেন্ট বন্ড চালু করা ও মুসলিম হিসেবেই ব্যাংকিংয়ের অধিকার নিশ্চিত করা। এসব দাবি নিয়ে ৫৫ জন জনপ্রতিনিধির সাথে কথা হয়েছে। তাদের কাছে সেগুলোর বিভিন্ন যুক্তিও তুলে ধরা হয়েছে। এসব দাবি পাসের পরবর্তী পদক্ষেপ হিসাবে তাদের সঙ্গে নিয়মতি যোগাযোগ রক্ষা করা হবে।
সেক্রেটারি শাহানা মাসুম বলেন, আমাদের এসব ন্যায্য দাবিকে আরো শক্ত ভিত্তি দিতে আমরা বিভিন্ন সংগঠনের সঙ্গে যৌথভাবেও কাজ করি। আলবেনীতে এডভোকেসি ডে’তে এবার বাগ ছাড়াও নিউইয়র্ক মুসলিম একশন নেটওয়ার্ক (এনওয়াইম্যান) এবং দি কাউন্সিল অন আমেরিকান রিলেসন্স (কেয়ার এনওয়াই) যৌথভাবে অংশ নেয়। শুধু মুসলিমই নয় স্টেটে বসবাসরত দেড় মিলিয়ন মুসলিমের পাশাপাশি অন্যান্য মাইনরিটি জনসমাজের পক্ষেও বিভিন্ন দাবি করা হয়েছে।
অনুষ্ঠানে বলা হয়, ১.৫ মিলিয়ন মুসলমানের জন্য মুসলিম আমেরিকান উপদেষ্টা পরিষদ প্রতিষ্ঠাসহ আর্থিক বৈষম্য মোকাবেলায় সুদমুক্ত বিনিয়োগ বন্ড তৈরি করতে হবে। কারণ যারা সুদ ভিত্তিক বিনিয়োগে অংশগ্রহণ করতে চায় না তাদের জন্য স্টেটকে সমান আর্থিক সুযোগহ বিকল্প ব্যবস্থা করতে হবে। আবার মুসলিম নাম দেখে অনেক সময় কোনো কারণ না দেখিয়ে বিভিন্ন ব্যাংক থেকে তাদের একাউন্ট বন্ধ করে দেয়ার অভিযোগও রয়েছে। তাও বন্ধ করতে বিল তুলতে হবে। আপাতদৃষ্টিতে মনে হয় হালাল ফুড দামী, কিন্তু তা নয়। স্কুলগুলোতে সাধারণ খাবার পরিবেশন করলে মাত্র ২০ শতাংশ খাবার ব্যবহার হয়। বাকি ৮০ শতাংশ খাবার নষ্ট হয়। কিন্তু জরীপে দেখা গেছে, হালাল ফুড পরিবেশন করলে ১০০ শতাংশ বা তার কাছাকাছি ফুড কনজিউম হতে পারে। প্যালেস্টাইনের পক্ষে আন্দোলনকৃত নিরীহ ও সাধারণ ছাত্রদের উপর নিউইয়র্ক সিটি পুলিশের বর্বরোচিত হামলার বিষয় তুলে ধরে এ নিয়ে নিরপেক্ষ তদন্তের প্রয়োজনীয়তার কথাও তারা উল্লেখ করেন।