শুক্রবার   ২৮ জুন ২০২৪   আষাঢ় ১৪ ১৪৩১   ২১ জ্বিলহজ্জ ১৪৪৫

ঢাকায় হরিজন পল্লী উচ্ছেদের প্রতিবাদে নিউইয়র্কে সমাবেশ

আজকাল রিপোর্ট -

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০৪:০৭ এএম, ১৫ জুন ২০২৪ শনিবার


 
ঢাকার বংশালে আগা সাদেক লেনের মিরন জল্লা হরিজন পল্লী থেকে হরিজন সম্প্রদায়কে জোর করে উচ্ছেদের প্রতিবাদে নিউইয়র্ক বাংলাদেশ কনস্যুলেট অফিসের সামনে গতকাল বৃহস্পতিবার বিকেলে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশ থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।
এই সমাবেশের আয়োজন করে ইউনাইটেড হিন্দুস অব ইউএসএ। বিক্ষোভ সমাবেশের পর সংগঠনের একটি প্রতিনিধি দল কনস্যুলেট অফিসে গিয়ে কনসাল জেনারেল মো. নাজমুল হুদার হাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।
সংগঠনের সভাপতি ভজন সরকারের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন  ডা. প্রভাত দাস, নবেন্দু বিকাশ দত্ত, রামদাস ঘরামী, দীনেশ চন্দ্র মজুমদার, উত্তম কুমার সাহা প্রমুখ। সমাবেশ পরিচালনা করেন সুশীল সিনহা।
সমাবেশে পরিকল্পিতভাবে বাংলাদেশের সংখ্যালঘু তথা হিন্দু সম্প্রদায়ের ভূমি দখলকারী ভূমিদস্যুদের প্রতিহত করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।
সমাবেশে বক্তরা বলেন, ব্রিটিশ আমল থেকে প্রায় ৪ হাজার হরিজন সম্প্রদায়ের মানুষ কয়েক’শ বছর ধরে ঢাকার বংশালের মিরন জল্লার সুইপার কলোনিতে বসবাস করে আসছে। এই কলোনির একটি অংশে অন্যায়ভাবে আধুনিক কাঁচাবাজার নির্মাণের পরিকল্পনা করেছে সিটি করপোরেশন। এ জন্য সেখানকার স্থাপনা গত সোমবার অবৈধভাবে উচ্ছেদ করতে যান সংস্থাটির কর্মকর্তারা। সমাবেশ থেকে সিটি করপোরেশনের এই অমানবিক ও হটকারী সিদ্ধান্ত যেকোন মূল্যে প্রতিহত করার ডাক দেয়া হয়।
ঢাকার খবরে জানা গেছে, মিরন জল্লার সুইপার কলোনিতে হরিজন সম্প্রদায়ের তীব্র আপত্তি ও বাধার মুখে পড়ে সিটি করপোরেশন কর্মকর্তারা। পরে তারা একটি দেয়াল ও কয়েকটি স্থাপনা ভেঙে চলে যান। সিটি করপোরেশনের এই উচ্ছেদ অভিযানের প্রতিবাদে পরদিন থেকে স্কুলের পোশাক পরে বিক্ষোভ করছে হরিজন সম্প্রদায়ের শিক্ষার্থীরা।
ইতোমধ্যে পুরান ঢাকার বংশালে আগা সাদেক লেনের মিরন জল্লা হরিজন কলোনি উচ্ছেদ না করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে উচ্ছেদ কার্যক্রমের ওপর এক মাসের স্থিতাবস্থা জারি করা হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) কর্তৃপক্ষকে এই আদেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে। এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি মো. আতাবুল্লাহ সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ বৃহস্পতিবার এ আদেশ দেন।
   

আদালত মিরন জল্লা হরিজন সিটি কলোনির বাসিন্দাদের বসবাসের জন্য বিকল্প ব্যবস্থা করে সরানোর উদ্যোগ নিতে বলেছেন। আদালত বলেছেন, আসছে ঈদেও যে বর্জ্য-আবর্জনা তৈরি হবে, সেটা তো এই হরিজনরা পরিষ্কার-পরিচ্ছন্ন করবেন। তাদের এখন উচ্ছেদ করলে যাবে কোথায়?
এর আগে রাজধানীর হরিজন সিটি কলোনি উচ্ছেদের জন্য নোটিশ দেয় ডিএসসিসি। এর বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেন সুপ্রিম কোর্টের তিন আইনজীবী।