মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১১ ১৪৩১   ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফ্রেন্ডস সোসাইটির বাংলা উৎসব

আজকাল রিপোর্ট -

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০৪:১৬ এএম, ১৫ জুন ২০২৪ শনিবার

দিনভর মেতে ছিল জ্যামাইকা

 
নানা বৈচিত্র্যে, শত শত দর্শক-শ্রোতার উপস্থিতিতে আর বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে অনুষ্ঠিত হলো জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির ‘বাঙালীয়ানায় বাংলার উৎসব’ শীর্ষক বৈশাখী পথমেলা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহ্ নেওয়াজ গ্রুপের কর্ণধার ও সাপ্তাহিক আজকাল সম্পাদক শাহ্ নেওয়াজ। গেস্ট অব অনার ছিলেন নিউইয়র্কের কনসাল জেনারেল মো. নাজমুল হুদা।
গত ৯ জুন রোববার জ্যামাইকায় আয়োজিত এই মেলা চলে সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত। দিনব্যাপী মেলার কর্মসূচিতে ছিল দুপুরে পান্তা-ইলিশ আর ডাল-ভর্তা-ভাত দিয়ে অতিথি আপ্যায়ন, বিকেলে শোভাযাত্রা, সম্মাননা প্রদান, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ বিভিন্ন আয়োজন। সূচনা পর্বে ছিল শোভাযাত্রা। শোভাযাত্রা শুরু হয় ১৬৫-৬৫, ৮৪ এভিনিউ থেকে এবং শেষ হয় মেলা প্রাঙ্গনে গিয়ে। এরপর শ্রীচিন্ময় সেন্টারের শিল্পীদের জাতীয় সঙ্গীত পরিবেশনার মধ্য দিয়ে মূল অনুষ্ঠান শুরু  হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে শাহনেওয়াজ বলেন, এই পথ মেলার মধ্য দিয়ে নিউইয়র্কের চিরায়ত বাংলা সংস্কৃতি আরও সমৃদ্ধ হলো। পাশাপাশি এই মেলা নিউইয়র্কের প্রবাসী বাঙালিদের জন্য এক মিলন মেলায় পরিণত হলো।
এ রকম একটি পথমেলার আয়োজন করার জন্য আয়োজক সংগঠককে ধন্যবাদ জানিয়ে কনসাল জেনারেল নাজমুল হুদা বলেন, এই মেলার মধ্য দিয়ে এই শহরে আমরা আমাদের সংস্কৃতির ধারাকে আরও বেগবান করা এবং নিউইয়র্ককে বাঙালি সংস্কৃতির শহর হিসেবে গড়ে তোলার অনুপ্রেরণা সঞ্চয় করবো।
এর আগে বেলা ২টার দিকে ক্যাপ্টেন টিলি পার্কে সবাইকে আপ্যায়িত করা হয় মধ্যাহ্ন ভোজের। এ পর্ব উদ্বোধন করেন এটর্নী মঈন চৌধুরী।
অনুষ্ঠানে কুইন্স বরো প্রেসিডেন্ট ডোনাভান রিচার্ডের পক্ষ থেকে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটিকে সাইটেশন প্রদান করা হয়। এছাড়াও কমিউিনিটি সেবায় বিশেষ অবদান রাখারার জন্য বিশিষ্ট ব্যবসায়ী ও মুক্তিযোদ্ধা একেএম হক, মেলার গ্র্যান্ড স্পন্সর নূরুল আজিম, ইঞ্জিনিয়ার মোহাম্মদ সাদেক, রিয়েল এস্টেট ব্যবসায়ী সাব্বির আহমেদকে প্ল্যাক প্রদান করা হয়।
সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি এ এফ মিসবাহউজ্জামানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক জে মোল্লা সানি ও সভাপতি ফখরুল ইসলাম দেলোয়ার। এছাড়াও অনুষ্ঠানের বিভিন্ন পর্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন সিটি কাউন্সিলম্যান জিম জিনারো, বাংলাদেশ সোসাইটির সভাপতি আব্দুর রব মিয়া ও সাধারণ সম্পাদক রুহুল আমীন সিদ্দিক, সংগঠনের প্রধান উপদেষ্টা এবিএম ওসমান গণি, উপদেষ্টা ডা. ওয়াজেদ এ খান, সালেহ আহমেদ, অধ্যাপিকা হুসনে আরা বেগম, সাবেক সাধারণ সম্পাদক আতাউর রহমান সেলিম, জিবিবিএ’র একাংশের সাধারণ সম্পাদক ফাহাদ সোলায়মান, বিশিষ্ট ব্যবসায়ী কামরুজ্জামান কামরুল, কুইন্স বরো প্রেসিডেন্টের অফিসের চীফ ইঞ্জিনিয়ার মোহাম্মদ সাদেক, মূলধারার রাজনীতিক গিয়াস আহমেদ, নিউ আমেরিকান ডেমোক্র্যাটিক ক্লাবের সভাপতি ড. দীলিপ নাথ, ব্যবসায়ী শাহ্ জে. চৌধুুরী, খলিল গ্রুপের কর্ণধার শেখ খলিলুর রহমান, রিয়েল এস্টেট ইনভেস্টর নূরুল আজিম, ফ্রেন্ডস মেলা কমিটির আহ্বায়ক মোহাম্মদ বিলাল চৌধুরী, যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম সনি, সদস্য সচিব রিজা মোহাম্মদ, মেলা কমিটির প্রধান সমন্বয়কারী আলমগীর খান আলম প্রমুখ।
অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে চিত্রনায়িকা মৌসুমী, মিলা, রানো নেওয়াজ, বিন্দু কনা, শাহ মাহবুব, অনিক রাজ, আমানত হোসেন আমানসহ প্রবাসের শিল্পীরা অংশ নেন। এছাড়াও বেশ কয়েকটি দলীয় নৃত্য পরিবেশন করে নৃত্যাঞ্জলি।
   
   
    

অনুষ্ঠানের বিভিন্ন পর্ব উপস্থাপনায় ছিলেন সংগঠনের সিনিয়র সহসভাপতি এএফ মিসবাহউজ্জামান ও উপস্থাপিকা সোনিয়া। মেলা উপলক্ষে একটি স্মরণিকা প্রকাশ করা হয়। মেলায় উন্মুক্ত স্থানে বিভিন্ন রকমের পসরা নিয়ে প্রায় অর্ধশতাধিক স্টল বসে।