শুক্রবার   ২৮ জুন ২০২৪   আষাঢ় ১৪ ১৪৩১   ২১ জ্বিলহজ্জ ১৪৪৫

‘ওয়ার্ল্ড টুরস এন্ড ট্রাভেল’ টিকেট কিনলেই দারুণ পুরস্কার

আজকাল রিপোর্ট -

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০৪:১৯ এএম, ১৫ জুন ২০২৪ শনিবার


 
 
‘ওয়ার্ল্ড টুরস এন্ড ট্রাভেল’ তাদের টিকিট বিক্রির ওপর নানা আর্কষণীয় পুরস্কার ঘোষণা করেছে। এই প্রতিষ্ঠান থেকে টিকিট কিনলে কাস্টমাররা পেতে পারেন ৩ শত ডলারের ইনসেনটিভ, লটারীতে জিততে পারেন এয়ার টিকেট, ল্যাপটপ কিংবা আইপ্যাড। ১০ হাজার ডলারের টিকেট কিনলে সাথে সাথেই ৩শ ডলার ফেরত পাবেন কাস্টমাররা।
সম্প্রতি জ্যাকসন হাইটসের ‘ওয়ার্লড টুরস এন্ড ট্রাভেলস’ অফিসে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে প্রতিষ্ঠানটির সিইও শামসুদ্দিন বশীর এ ঘোষণা দেন। তিনি বলেন, ওয়ার্ল্ড টুরস এন্ড ট্রাভেল’ অত্যাধুনিক টিকেটিং ব্যবস্থা গড়ে তুলেছে। শতভাগ  নিরাপত্তায় আমাদের ওয়েবসাইটে গিয়ে টিকিট কেনা যাবে। অনলাইনে পেমেন্ট করা যাবে নিশ্চিন্তে। সশরীরে ট্রাভেল এজেন্সীর অফিসে আসার প্রয়োজন নেই। কোন সাহায্য দরকার হলে আমাদের টিম ২৪ ঘন্টাই কাজ করছে। টেলিফোনে কাস্টমাররা যে কোন সহায়তা নিতে পারবেন। অনলাইনেই টিকিট কনফার্ম করে সিট চয়েস করা যাবে। আমাদের ওয়েবসাইট ডব্লিউ ডব্লিউ ডব্লিউ ডট গ্লোবাল ট্রাভেল বিডি ডট কম-এ গিয়ে সাইন আপ করলেই কাস্টমাররা টিকিট বুকিংয়ের সুযোগ পাবেন। টিকিট বুকিং, ক্যানসেল, সিট রিজার্ভ, খাবার চয়েস, তারিখ পরিবর্তন সহ সংশ্লিষ্ট সব কিছুই এখান থেকে করা যাবে।  
এ ব্যাপারে শামসুদ্দিন বশীর আরো একটি সুযোগের কথা তুলে ধরে বলেন, আমাদের ওয়েবসাইট ব্যবহার করে যে কেউ আমাদের ট্রাভেল এজেন্ট হিসেবেও কাজ করতে পারবেন। এতে তিনি উপযুক্ত কমিশন পাবেন। এতে শুধু ওয়ার্ল্ড টুরস এন্ড ট্রাভেল’র সাইন ইন পাসওয়ার্ড লাগবে। বাড়িতে বসেই যে কেউ এজেন্ট হিসেবে আমাদের সাথে কাজ করতে পারেন। তিনি বলেন, কাস্টমারদের আস্থা আমাদের উপর দিনদিন বাড়ছে। নতুন নতুন কাস্টমার পাচ্ছি। তার প্রধান কারণ আমাদের অত্যাধুনিক সেবা ব্যবস্থা। রাত-দিন যে কোন সময় কাস্টমাররা আমাদের কল করতে পারেন। লাইভ এজেন্ট সার্বক্ষণিকভাবে কাজ করছে। বাজারের যে কোন এজেন্টের চেয়ে আমরা কম দামে টিকেট বিক্রি করছি। এ ছাড়াও যেকোন ট্যুরিস্ট ভিসা, ওমরা ভিসা প্যাকেজ আমরা প্রসেস করে থাকি। মানি ট্রান্সফার ও নোটারি সেবাও প্রদান করছি আমরা।