মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১১ ১৪৩১   ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জেবিএ’র নতুন কমিটির জমকালো অভিষেক

আজকাল রিপোর্ট -

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০৪:২৪ এএম, ১৫ জুন ২০২৪ শনিবার

মাদক ও সন্ত্রাস দমনের অঙ্গীকার

 
 
জ্যামাইকায় মাদক ও সন্ত্রাস দমনের অঙ্গীকার ঘোষণার মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো জ্যামাইকা বাংলাদেশ এসোসিয়েশনের (জেবিএ) নতুন কমিটির অভিষেক। জমকালো অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করান প্রবীণ প্রবাসী নাসির আলী খান পল। গত শনিবার ৮ জুন কুইন্সের গুলশান টেরেসে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও গোল্ডেন এজ হোম কেয়ারের কর্ণধার শাহ নেওয়াজ। সঞ্চালনায় ছিলেন ছড়াকার মনজুর কাদের। তাকে সহায়তা করেন সংগঠনের সিনিয়র সহসভাপতি আহসান হাবিব, সাধারণ সম্পাদক রাব্বী সৈয়দ ও কার্যকরি কমিটির সদস্য জাহিদা আলম। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল মো. নাজমুল হুদা ও স্টেট সিনেটর জন ল্যু।
অনুষ্ঠানে বক্তারা বলেন, গত কয়েক বছরে বাংলাদেশি কমিউনিটির ৮০ জন প্রবাসী মারা গেছেন মাদক ও সন্ত্রাসের ছোবলে। জ্যামাইকা ছিল তার প্রধান হট স্পট। এই সংগঠন কমিউনিটি থেকে মাদক ও সন্ত্রাস নির্মূলে কাজ করবে। স্থানীয় প্রশাসনের সাথে যোগাযোগ স্থাপন করে পরিস্থিতির উন্নয়ন ঘটানো হবে।
উল্লেখ্য, জ্যামাইকা এলাকায় প্রায় ৪০ হাজার বাংলাদেশির বসবাস। বিকাশমান এই কমিউনিটির কল্যাণে ঐক্যবদ্ধ একটি সংগঠনের প্রয়োজনীয়তা অনেকদিন ধরেই অনুভব করছিলেন অনেকেই। যুব সমাজকে মাদক থেকে মুক্ত করা, নতুন ইমিগ্রান্টদের কর্মসংস্থান ও অভিবাসন সংক্রান্ত আইনী সহায়তা দেয়া প্রভৃতি লক্ষ্যে জেবিএ’র আত্মপ্রকাশ ঘটে। এটি গঠনে প্রধান ভূমিকা পালন করেন কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিত্ব শাহ নেওয়াজ, নাসির আলী খান পল, আহসান হাবীব, ফকরুল আলম, আকাশ রহমান, রাব্বী সৈয়দ, মোহাম্মদ আলী, নূরুল আজিম, আহনাফ আলম ও মনজুর কাদের প্রমুখ। শাহ নেওয়াজকে সভাপতি ও রাব্বী সৈয়দকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে গঠিত হয় নতুন এই সংগঠনের কার্যকরি কমিটি ও উপদেষ্টা পরিষদ।
নব নির্বাচিত কমিটির অন্যান্য কর্মকর্তাদের মধ্যে রয়েছেন আহসান হাবীব, মাকসুদ চৌধুরী, রীনা সাহা, আনজাম সিদ্দিকী রাফি, আহনাফ আলম, রতন মাহমুদ, লুৎফর রহমান, মনজুর কাদের, শামস চৌধুরী রুশো, আসাদুজ্জামান বাবু, মরিয়ম মারিয়া, এডভোকেট কামরুজ্জামান বাবু, শামিউল করিম আলমগীর, সজীব চৌধুরী, বদরুদ্দোজা সাগর, মোতালিব সরকার ও সালেহা ইসলাম। উপদেষ্টা পরিষদে রয়েছেন নাসির আলী খান পল, কাজী আজহারুল হক মিলন, তৈয়বুর রহমান হারুন, এডভোকেট মতিউর রহমান, মোস্তাক আহমেদ নিউটন, আকাশ রহমান, রাফাত হোসেইন, আজাহার হক, রানো নেওয়াজ, নূরুল আজিম, খলিলুর রহমান, কাজি হেলাল আহমেদ, মুক্তিযোদ্ধা আলমগীর ভূঁইয়া, শাহ মোয়াজ্জেম, আকতার রহমান টিপু, এডভোকেট মজিবুর রহমান, শেখ আকতারুল ইসলাম, মোহাম্মদ কবির, মাহবুবুর রহমান বকুল, মুহাম্মদ শহিদুল্লাহ, রুবাইয়া রহমান, কাজি ফৌজিয়া, ডা. নার্গিস রহমান, শেখ হায়দার আলী, আসাদুজ্জামান টিপু, সিরাজুল ইসলাম লিপন ও কামাল ভূঁইয়া।
অভিষেক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রুহুল আমিন সিদ্দিকী, কাজি আশরাফ হোসেন নয়ন, ফাহাদ সোলায়মান, আহসান হাবিব, ফিরোজ আহমেদ, কাজী আযম, আলমগীর খান আলম, পরেশ সাহা, অধ্যাপিকা হুসনে আরা বেগম, ডা. শাহনাজ বেগম, ফকরুল ইসলাম দেলোয়ার, জে মোল্লা সানী, মহিউদ্দীন দেওয়ান, আতাউর রহমান সেলিম, শাহ শহিদুল হক, আবুল কাশেম, আশরাফুজ্জামান, রকি আলিয়ান, জে এফ এম রাসেল, হাসান জিলান, আবদুর রশীদ বাবু প্রমুখ।      
      

রাত সাড়ে ১১টা পর্যন্ত চলা এ অনুষ্ঠানে সাংস্কৃতিক পর্বে অংশ নেন রানো নেওয়াজ, চন্দন চৌধুরী, কৃষ্ণা তিথি, মোস্তফা অনিক রাজ, কামরুজামান বকুল ও মরিয়ম মারিয়া।