ব্যয়বহুল শহরের তালিকায় ১৪ ধাপ এগিয়েছে ঢাকা
নিউজ ডেস্ক
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০৯:১৮ পিএম, ১৯ জুন ২০২৪ বুধবার
২০২৪ সালের বিশ্বের ব্যয়বহুল শহরগুলোর তালিকা প্রকাশ করেছে মার্সার কস্ট অব লিভিং সার্ভে। এই তালিকায় এ বছর শীর্ষে রয়েছে হংকং।সোমবার (১৭ জুন) এ তালিকা প্রকাশ করা হয়।
ব্যয়বহুল শহররের তালিকায় বাংলাদেশের রাজধানী ঢাকার অবস্থান ১৪০তম। এক বছর আগে এ তালিকায় বাংলাদেশের অবস্থান ছিল ১৫৪তম। অর্থাৎ এ বছর ১৪ ধাপ এগিয়েছে ঢাকা।খবর সিএনএনের।
২০২২-২৩ সালেও তালিকায় শীর্ষে ছিল হংকং। এরপরেই রয়েছে সিঙ্গাপুরের অবস্থান। শীর্ষ ১০ শহরের মধ্যে সুইজারল্যান্ডের কয়েকটি শহর রয়েছে। ব্যয়বহুল শহরের তালিকা করতে বিশ্বের শহরগুলোর পরিবহন, খাবার, পোশাক, গৃহস্থালীসামগ্রী ও বিনোদনকে বেশি প্রধান্য দেয়া হয়েছে।
এ তালিকায় এ বছর ৯ ধাপ এগিয়েছে লন্ডন। গত বছর ১৭তম স্থানে থাকলেও এবার যুক্তরাজ্যের এ শহরটি অষ্টম স্থানে উঠে এসেছে।
এছাড়া, যুক্তরাষ্ট্রের সবচেয়ে ব্যয়বহুল শহর নিউইয়র্ক তালিকায় সপ্তম স্থানে রয়েছে। যুক্তরাষ্ট্রের আরেক শহর লস অ্যাঞ্জেলেস রয়েছে ১০তম স্থানে।
২০২৪ সালের শীর্ষ ১০ ব্যয়বহুল শহর হলো- হংকং, সিঙ্গাপুর, জুরিখ, জেনেভা, বাসেল, বার্ন, নিউইয়র্ক, লন্ডন, নাসাউ ও লস অ্যাঞ্জেলেস। কানাডা সবচেয়ে ব্যয়বহুল শহর টরেন্টো। তালিকায় এটির অবস্থান ৯২তম। এরপরে রয়েছে ভ্যানকুভারের অবস্থান।