রোববার   ০১ ডিসেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৭ ১৪৩১   ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

সুপার এইটে টাইগাররা

বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ বৃষ্টিতে বন্ধ

আজকাল স্পোর্টস

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০১:৪৪ এএম, ২২ জুন ২০২৪ শনিবার




অ্যান্টিগায় চলছে বৃষ্টির লুকোচুরি খেলা। বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচের আগে বৃষ্টি হয়েছে। এরপর প্রথম ইনিংসের পর আবারও নামে বৃষ্টি। এবার অস্ট্রেলিয়ার ইনিংসের সপ্তম ওভারে তৃতীয় দফায় আবারও বৃষ্টির হানা। বৃষ্টির কারণে বন্ধ হয়ে যায় বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত বৃষ্টির কারণে খেলা বন্ধ ছিল।
এদিকে টস হেরে প্রথমে ব্যাট করে নির্ধারিত ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪০ রানের পুঁজি পায় বাংলাদেশ। টাইগারদের দেয়া লক্ষ্য তাড়া করতে নেমে দারুণ শুরু করেছে অজিরা। বৃষ্টি আসার আগ পর্যন্ত ৬.২ ওভারে অস্ট্রেলিয়ার সংগ্রহ বিনা উইকেটে ৬৪ রান।
এর আগে অজি বোলারদের সামনে তেমন ভালো করতে পারেনি টাইগার ব্যাটসম্যানরা। ইনিংসের শুরুতেই তানজিদ তামিমের উইকেট হারিয়ে বিপদে পরে বাংলাদেশ। এরপর অবশ্য দলের হাল ধরেন শান্ত ও লিটন।
তাদের গড়া ৫৮ রানের জুটি ভাঙার পর একের পর এক উইকেট হারাতে থাকে বাংলাদেশ। যদিও ব্যতিক্রম ছিলেন তাওহীদ হৃদয় ও অধিনায়ক শান্ত। হৃদয় ২৮ বলে ৪০ এবং শান্ত করেন দলীয় সর্বোচ্চ ৪১ রান।
এদিকে প্যাট কামিন্স তার ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক তুলে নিয়েছেন গতকাল। প্রথমে মাহমুদউল্লাহকে বোল্ড করেন তিনি। তার পরের বলেই মেহেদি হাসানকে তুলে নেন অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টেস্ট অধিনায়ক। আর ২০তম ওভারের প্রথম বলে হৃদয়কে তুলে নিয়ে নিজের হ্যাটট্রিক পূরণ করেন কামিন্স।
অস্ট্রেলিয়ার হয়ে পিকআপ বোলারও ছিলেন কামিন্স। ৪ ওভারে ২৯ রানে নিয়েছেন ৩ উইকেট। এছাড়াও ৪ ওভারে ২৪ রান খরচায় ২ উইকেট পেয়েছেন জাম্পা। স্টার্ক, স্টয়নিস ও ম্যাক্সওয়েল একটি করে উইকেট পেয়েছেন।  
বৃষ্টির আগে অস্ট্রেলিয়া যেভাবে ব্যাট করছিল তাতে তাদের জয়টা ধরাছোঁয়ার বাইরে নয়। তবে টি-২০ ক্রিকেটে কোনো কিছু অসম্ভবও নয়।