সোমবার   ০১ জুলাই ২০২৪   আষাঢ় ১৬ ১৪৩১   ২৪ জ্বিলহজ্জ ১৪৪৫

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ

কৃষি সম্পাদক হলেন সঞ্জয় কুমার সাহা

আজকাল রিপোর্ট -

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০২:৪৫ এএম, ২২ জুন ২০২৪ শনিবার


 
 
সাবেক ছাত্র ও যুবলীগ নেতা এবং ফ্লোরিডা স্টেট আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সঞ্জয় কুমার সাহা যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক মনোনীত হয়েছেন। যুক্তরাষ্ট্রের আওয়ামী রাজনীতিতে সঞ্জয় সাহা দুর্দিনের পরীক্ষিত সৈনিক ও পরিচ্ছন্ন ব্যক্তিত্ব হিসেবে পরিচিত।
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান আজকালকে জানান, কৃষি বিষয়ক সম্পাদক আশরাফুজ্জামান যুগ্ম-সাধারণ সম্পাদক মনোনীত হওয়ায় তাঁর শূন্য পদে সঞ্জয় সাহাকে মনোনীত করা হয়েছে। ড. সিদ্দিক বলেন, সঞ্জয় সাহা আওয়ামী লীগের রাজনীতিতে একজন পরীক্ষিত সৈনিক। সেই সঙ্গে তিনি রুচিশীল ও পরিচ্ছন্ন রাজনীতিক। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের পুর্নগঠিত কমিটিতে শূন্যপদ পূরণে সঞ্জয় সাহা কৃষি বিষয়ক সম্পাদক মনোনীত হওয়ায় সংগঠন লাভবান হবে বলে মনে করেন ড. সিদ্দিক।   
এদিকে, সঞ্জয় কুমার সাহা যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক হওয়ায় ফ্লোরিডাসহ বিভিন্ন অঙ্গরাজ্যে ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা তাকে অভিনন্দন জানিয়েছেন। সেই সঙ্গে তারা যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে এজন্য ধন্যবাদ জানান। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগকে শক্তিশালী করায় বাংলাদেশ ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের শেষ আশ্রয়স্থল জননেত্রী শেখ হাসিনার প্রতিও নেতাকর্মীরা কৃতজ্ঞতা প্রকাশ করেন।