রোববার   ২৯ সেপ্টেম্বর ২০২৪   আশ্বিন ১৩ ১৪৩১   ২৫ রবিউল আউয়াল ১৪৪৬

নিউইয়র্কে নির্বাচনী সমাবেশ ভোট নিয়ে সচেতনতা সৃষ্টি

আজকাল রিপোর্ট -

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০২:৪৬ এএম, ২২ জুন ২০২৪ শনিবার


 
 
নিউইয়র্কে বসবাসরত দক্ষিণ এশীয় কমিউনিটিতে ভোটাধিকার বিষয়ে সচেতনতা সৃষ্টি করতে গত ১৪ জুন  জ্যাকসন হাইটস ডাইভার্সিটি প্লাজায় অনুষ্ঠিত হয় ডেমোক্র্যাট ইলেকশন সমাবেশ। পিপল ইউনাইটেড ফর প্রোগ্রেস পিপল আপ এর আহ্বানে সমাবেশে উপস্থিত ছিলেন নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলি মেম্বার জেসিকা গঞ্জালেজ রোহাস, অ্যাসেম্বলি মেম্বার স্টিভেন রাগা, কাউন্সিল মেম্বার শেখর ক্ষ্ণৃানসহ বেশ কয়েকজন ডেমোক্র্যাট প্রার্থী।
নিউইয়র্কে বসবাসরত বাংলাদেশীসহ দক্ষিণ এশীয় কমিউনিটিকে ডেমোক্রেটিক পার্টিকে ভোট দেয়ার আহ্বান জানান সংগঠনের প্রেসিডেন্ট আবু জাফর মাহমুদ। আমেরিকার স্বার্থ সুরক্ষার সর্বোচ্চ অবদানের ধারাবাহিকতায় আগামী নির্বাচনে ডেমোক্রাটদের পক্ষে গণজাগরণের আহ্বান জানান  তিনি।
স্টেট অ্যাসেম্বলি মেম্বার জেসিকা গঞ্জালেজ রোহাস বলেন, এই মুহূর্তে দক্ষিণ এশীয় দেশগুলোর বিশেষ করে বাংলাদেশি ভাইবোনদের জন্য আমি সম্মানিত বোধ করছি। আমি এর আগেও জ্যাকসন হাইটেসর এই ডাইভারসিটি প্লাজায় এসেছি আমাদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে। নিউইয়র্ক অ্যাসেম্বলি মেম্বার স্টিভেন রাগা  বলেন, কুইন্স অধ্যুষিত জ্যাকসন হাইটস, উড সাইড, এলমহার্স্টে  বসবাসরত মানুষদের কাছে আমি কৃতজ্ঞ, আমি সৌভাগ্যবান যে প্রাইমারি ইলেকশনের এই দৌড়ে আমি নেই। কিন্তু আমরা জানি, সামনের দিনগুলো অমসৃণ আমাদের কষ্ট করতে হবে আরো। আমরা আজ এখানে ডেমোক্রেটদের জয়ী করার প্রত্যয়ে একসাথে হয়েছি, সঠিক মানুষকে নিবার্চনে জয়ী করার জন্য একত্র হয়েছি। নিউইয়র্ক সিটি কাউন্সিল মেম্বার শেখর কৃষ্ণান বলেন, আমাদের এই যাত্রায় নিউইয়র্ক সিটির সকল নির্বাচনে আরো সমর্থন অব্যাহত রাখতে হবে।