রোববার   ২৪ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ৯ ১৪৩১   ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জামাল বোওম্যানের প্রচারণায় বার্নি স্যান্ডার্স ও ওকাসিও-কর্টেজ

নিউজ ডেস্ক

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০৭:৩৬ পিএম, ২৩ জুন ২০২৪ রোববার

প্যালেস্টাইন প্রশ্নে সোচ্চার নিউ ইয়র্কের কংগ্রেসম্যান জামাল বোওম্যানকে পুনরায় নির্বাচিত করার আহ্বান জানিয়েছেন সেনেটর বার্নি স্যান্ডার্স ও কংগ্রেসম্যান আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্টেজ। শনিবার ব্রঙ্কসে এক সমাবেশের মাধ্যমে তাকে সমর্থন জানান আলোচিত এই দুই রাজনীতিবিদ। অর্থের নয়, জনগণের সমর্থনের শক্তিতে জামাল বোওম্যানের জয় হবে বলে আশা প্রকাশ করেন তারা। দেশের রাজনীতিতে আলোচিত নাম কংগ্রেসম্যান আলেকজান্দ্রিয়া ওকাসিও কর্টেজ। প্রথম নির্বাচনেই দেশের আলোচিত রাজনীতিক জো ক্রাউলিকে হারিয়ে চাঞ্চল্যের জন্ম দেন নিউ ইয়র্কের ডেমোক্রেটিক এ কংগ্রেসম্যান।

এবার অ্যামেরিকার ইযরায়েল নীতির তীব্র সমালোচক ও গাজায় স্থায়ী যুদ্ধবিরতির দাবিতে আন্দোলনরত আরেক কংগ্রেসম্যান জামাল বোওম্যানের পাশে দাঁড়ালেন তিনি। শনিবার এ উদ্দেশ্যে তার নির্বাচনি এলাকা ব্রঙ্কসের সেইন্ট ম্যারিস পার্কে তিনি সমাবেশ করেন।

চলমান নিউ ইয়র্ক প্রাইমারির আগাম ভোট গ্রহণে সিক্সটিন্থ ডিস্ট্রিক্টে ডেমোক্র্যাটিক প্রাইমারিতে কংগ্রেসম্যান জামাল বোওম্যানের সঙ্গে ওয়েস্টচেস্টার কাউন্টির এক্সিকিউটিভ জর্জ লাটিমারের হাড্ডহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। লাটিমার ইযরায়েলের কট্টর সমর্থক। তাই জামাল বোওম্যানকে সমর্থনের মাধ্যমে দেশের গণতন্ত্রকে শক্তিশালী করার আহ্বান জানান ওকাসিও।

তার সঙ্গে যোগ দেন সেনেটর বার্নি স্যান্ডার্সও। তিনি বলেন, জামাল বোওম্যানকে নির্বাচিত করার মধ্য দিয়ে এ বার্তা দিতে হবে যে ইযরায়েল গাজায় যা করছে তা কোনোভাবে মেনে নেয়া যায় না। সমাবেশে যোগ দিয়ে জামাল বোওম্যান বলেন, কোন অন্যায় কিংবা দুর্নীতিবাজদের কাছে হার মানবেন না তিনি। প্যালেস্টাইনের পক্ষে যে লড়াই শুরু করেছেন, তা চালিয়ে যাওয়ার ঘোষণা দেন নিউ ইয়র্কের আলোচিত এ কংগ্রেসম্যান।

দুপরের তীব্র রোদ উপেক্ষা করে সমাবেশে যোগ দেন সহস্রাধিক মানুষ। তারা ওকাসিও ও জামাল বোওম্যানের প্রতি তাদের দৃঢ় সমর্থনের কথা জানান। এ সময় সমাবেতরা প্যালেস্টাইনে নির্মম নির্যাতনেরও প্রতিবাদ জানান। সমাবেশস্থলের বাইরে এ সময় জড়ো হোন কয়েকশ প্যালেস্টাইনপন্থী। হাতে প্ল্যাকার্ড এবং স্লোগানে স্লোগানে তারা মুক্ত প্যালেস্টাইনের দাবিতে পুরো সময়টায় বিক্ষোভ করতে থাকেন। সমাবেশে বক্তারা বলেন, দেশের গণতন্ত্রকে শক্তিশালী করতে হলে জামাল বোওম্যানকে নির্বাচিত করার কোন বিকল্প নেই।