সোমবার   ০১ জুলাই ২০২৪   আষাঢ় ১৬ ১৪৩১   ২৪ জ্বিলহজ্জ ১৪৪৫

`তুফান` সিনেমা নিয়ে বায়স্কোপ ফিল্মসের জমকালো আয়োজন

নিউজ ডেস্ক

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০৮:২১ পিএম, ২৩ জুন ২০২৪ রোববার

পবিত্র ঈদুল আজহায় মুক্তি পাওয়া ঈদের ছবি ‘তুফান’ প্রথম দিন থেকেই দেশে বিদেশে দর্শকের আগ্রহের শীর্ষে রয়েছে। সারা দেশে ছবিটি নিয়ে দর্শকের সাড়ায় মুগ্ধ প্রেক্ষাগৃহ কৃর্তপক্ষ। রাত ১২টায় ‘তুফান’ সিনেমার বিশেষ প্রদর্শনী চালু করতে বাধ্য হয়েছে প্রেক্ষাগৃহ কর্তৃপক্ষ।

রেকর্ড গড়েছে ‘তুফান’। দেশজুড়ে ১২০টির বেশি প্রেক্ষাগৃহে ছবিটি চলছে। প্রায় সব হলেই দর্শক হুমড়ি খেয়ে পড়েছেন। যুক্তরাষ্ট্রেও 'তুফান' মুক্তি পাচ্ছে। উত্তর আমেরিকায় বাংলা সিনেমা পরিবেশনার পথিকৃৎ বায়স্কোপ ফিল্মস ছবিটি যুক্তরাষ্ট্রে পরিবেশনের দায়িত্ব পেয়েছে। ২৮ জুন থেকে ৪ জুলাই বৃহস্পতিবার, ৭ দিনে ১৪ টি শো হবে লঙ আইল্যান্ডের শোকেস ডি লাক্স ব্রোডওয়েতে( Showcase Cinemas De Lux Broadway,955 Broadway Mall, Hicksville, Long Island, NY 11801) । প্রতিদিন বিকেল ৪টা এবং সন্ধ্যে ৬টায় ! বায়স্কোপ ফিল্মসের কর্ণধার রাজ হামিদ জানিয়েছেন, থিয়েটারটা আধুনিক তবে সিট সংখ্যা কম। তাই আগ্রীম টিকিট কাটার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানিয়েছেন। https://www.showcasecinemas.com/.../x009s-showcase... এ লিঙ্ক থেকে টিকেট কাটা যাবে বলে রাজ হামিদ প্রথম আলো উত্তর আমেরিকাকে জানিয়েছেন।

বায়োস্কোপ ফিল্মস এর অপর কর্ণধার নওশাবা রশিদ জানিয়েছেন 'তুফান' সিনেমার প্রচার নিয়ে ব্যাপক আয়োজনের উদ্যোগ নেয়া হয়েছে নিউইয়র্কে। এর অংশ হিসেবে সিনেমাটির এলইডি বিজ্ঞাপন ট্রাক জ্যাকসন হাইটস, হিলসাইড ব্রুকলিন ও ব্রংকসে শনিবার ও রোববারে ২ ঘন্টা করে অবস্থান করবে। বাংলাদেশিবহুল এলাকাগুলোতে দেশিয় সিনেমা মুক্তির এমন উদযাপনে প্রবাসীদের ব্যাপকভাবে জগ দেয়ার জন্য বায়োস্কোপ ফিল্মস এর পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।

এছাড়া আগামী সপ্তাহে নিউ ইয়র্কের টাইম স্কোয়ারে NASDAQ বিল্ডিং এর উল্টো দিকে ৬ ঘন্টা ব্যাপী "তুফান"এর বিজ্ঞাপন চলবে। বায়োস্কোপ ফিল্মস এ বিষয়টিকে বাংলা সিনেমার মেগাস্টার সাকিব খানের ২৫০ তম ছবি'র এবং তাঁর ২৫ বছর চলচ্চিত্রে বিচরণের উদযাপন বলে বলে আখ্যায়িত করেছে। এ উদযাপন ছবিটি নিউইয়র্কে প্রদর্শণীর আগের বুধবার সন্ধ্যা ৭টা থেকে রাত ১ টা পর্যন্ত চলবে। 'আগে আসলে আগে পাবেন' ভিত্তিতে টাইম স্কয়ারে উপস্থিত সাকিব ভক্তদের জন্য কিছু উপহারও রাখা হয়েছে বলে বায়স্কোপ ফিল্মস থেকে জানানো হয়েছে ।

'তুফান' সিনেমার মুক্তি উপলক্ষ্যে নিউইয়র্কে একটি সংবাদ সম্মেলনেরও আয়োজন করা হয়েছে ।

উল্লেখ্য 'তুফান' ২৮ জুন নিউইয়র্ক সহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যে মুক্তি পাচ্ছে । নিউ ইয়র্কে Queens এর Kew Garden Cinema এবং Hicksville এ Showcase Cinemas De Lux Broadway থিয়েটারে সিনেমাটি সপ্তাহ ব্যাপী চলবে। এ ছাড়াও - লস আঞ্জেলেস এর Laemmle North Hollywood 7 , সান ফ্রান্সিস্কো তে Cine Lounge Fremont 7 , ভারজিনিয়া তে Cine Arts Theatre Fairfax , বোস্টন এর  Apple Cinemas , হারটফোরড এ Apple Cinemas Xtreme , পোর্টল্যান্ড এর Cornelius Cinemas 10 , ড্যালাস এর FunAsia Richardson , সিকাগো এর Cine Lounge at Niles , ওয়েস্ট পাম বীচ এর Movies of Lake Worth এবং আরো বেশ কিছু হলে মুক্তি পাচ্ছে 'তুফান'। Harkins Theatres এর ফিনিক্স , মোরেনো ভ্যালী , সেরিটোস , ডেনভার এবং ওক্লাহোমা সিটি তে তুফান প্রদর্শিত হবে বলে বায়স্কোপ ফিল্মস জানিয়েছে। এছাড়া সিনেমারক রিগাল এবং AMC Theatres এ লিস্টগুলো জুন/জুলাই ব্যাপী তালিকা অচিরেই ঘোষণা করা হবে বলেও এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।