নিউ ইয়র্ক স্টেইটে প্রাইমারির ভোটগ্রহণ শেষ
নিউজ ডেস্ক
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০২:০১ পিএম, ২৬ জুন ২০২৪ বুধবার
উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে নিউ ইয়র্ক স্টেইটে প্রাইমারি নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রায় ১০০ হাজারের বেশি মানুষ আগাম ভোট দিয়েছেন। কেন্দ্রে গিয়ে মঙ্গলবার দিনভর ভোট দিয়েছেন অনেকে। নির্বাচনের সবটুকু আলো ছিলো সিক্সটিন্থ কংগ্রেশনাল ডিস্ট্রিক্ট ঘিরে। এখানে বর্তমান ডেমোক্রেটিক কংগ্রেসম্যান প্যালেস্টাইনপন্থি জামাল বোওম্যানের বিপক্ষে লড়ছেন ইযরায়েল সমর্থিত জর্জ ল্যাটিমার। ভোট দেয়ার পর দুই জনই জয়ের ব্যাপারে আশাবাদী।
জামাল বোওম্যান মঙ্গলবার সকালে কেন্দ্রের ভেতরে বুথ ঘুরে দেখেন। তার প্রতিদ্বন্দ্বী ওয়েস্টচেস্টার কাউন্টি এক্সিকিউটিভ জর্জ লাটিমার একই সময় রেস্তোরাঁয় ভোটারদের সঙ্গে প্রচারণায় যুক্ত ছিলেন।
প্রাইমারির ভোটগ্রহণ সকাল ৬টা থেকে শুরু হয়। রেকর্ড ২০ মিলিয়ন ডলারের বাজেট নিয়ে এ নির্বাচনে অ্যামেরিকান ইযরায়েল পাবলিক অ্যাফেয়ার্স কমিটি-আইপ্যাকের সমর্থন জর্জ লাটিমারের বড় পুঁজি।
অন্যদিকে, বর্তমান কংগ্রেসম্যান জামাল বোওম্যান শুরু থেকে গাজায় স্থায়ী যুদ্ধবিরতির দাবিতে সোচ্চার।
জামালের দাবি, দিনশেষে মানুষের ভালোবাসার জয় হবে।
স্টেইটে অনুষ্ঠিত এ প্রাইমারি নির্বাচনে বেশ কয়টি ডিস্ট্রিক্টে কংগ্রেশনাল প্রতিনিধিসহ ইউএস সেনেট, স্টেইট সেনেট, স্টেইট এসেম্বলি, লোকাল জাজ পদে দলের প্রার্থী চূড়ান্ত করবেন নিবন্ধিত ভোটাররা।
নিজের ডিস্ট্রিক্টের পাশাপাশি জামাল বোওম্যানের পক্ষে নির্বাচনের দিনও প্রচারণা চালান প্রগ্রেসিভ কংগ্রেসম্যান হিসেবে পরিচিত আলেকজান্দ্রিয়া ওকাশিয়া-কর্টেয ও তার সমর্থকরা।
চলতি বছরের ১৫ থেকে ২৩ জুন পর্যন্ত আগাম ভোট পড়েছে ১০২ হাজার ৮৮৩টি। এর মধ্যে সিটির ৪টি বিউরোতে ভোট পড়েছে ৪৬ হাজার ২৪১টি। সবচেয়ে বেশি ভোট পড়েছে কুইন্সে, ১৪ হাজার ২৮০টি।
আর সর্বনিম্ন ভোট ব্রঙ্কসে, ৬ হাজার ৪৪৫টি। ভোটার ও প্রচারকারী দলের সদস্যরা মঙ্গলবার মূল ভোটের দিন ব্যস্ত সময় কাটান। সিক্সটিন্থ ডিস্ট্রিক্টের পাশাপাশি নিউ ইয়র্কের টেনথ, ফোরটিন্থ কংগ্রেশনাল ডিস্ট্রিক্টেও স্টেইট সেনেট এবং অ্যাসেম্বলির বিভিন্ন পদে ভোটগ্রহণ হয়।