মঙ্গলবার   ০২ জুলাই ২০২৪   আষাঢ় ১৮ ১৪৩১   ২৫ জ্বিলহজ্জ ১৪৪৫

লেবানন সীমান্তে উত্তেজনা না বাড়াতে ব্লিনকেনের সতর্কতা

নিউজ ডেস্ক

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০২:১৩ পিএম, ২৬ জুন ২০২৪ বুধবার

হিজবুল্লাহর বিরুদ্ধে লেবানন সীমান্তে বড় আক্রমণ থেকে বিরত থাকার জন্য ইযরায়েলকে সতর্ক করেছেন অ্যামেরিকার সেক্রেটারি অফ স্টেইট অ্যান্টোনি ব্লিনকেন। মঙ্গলবার ইযরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গালান্টের সঙ্গে এক বৈঠকে তিনি এমনটা জানান। 

স্টেইট ডিপার্টমেন্ট দুই দেশের দুই প্রতিনিধির বৈঠকের পর এক বিবৃতিতে জানিয়েছে, ‘সংঘাতের বিস্তার এড়ানো এবং ইযরায়েলি ও লেবানিজ নাগরিকদের নিজ পরিবারের কাছে ফিরে যাওয়ার সুযোগ করে দেয়, বৈঠকে এমন একটি কূটনৈতিক সমাধানের ওপর গুরুত্ব দেন ব্লিনকেন।’

গালান্টের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, ‘ইযরায়েলের উত্তর সীমান্তে নিরাপত্তা পরিস্থিতি পরিবর্তন করার সম্ভাব্য উপায়গুলি বৈঠকে তুলে ধরেন তিনি।’

এতে আরও বলা হয়, ‘পরিস্থিতি মোকাবিলায় ইযরায়েলের জন্য অ্যামেরিকার সমর্থন এবং অঞ্চলের নিরাপত্তার ওপর হিজবুল্লাহ ও ইরানের পদক্ষেপের প্রভাবের ওপর গুরুত্ব দেন গালান্ট।’ বাইডেন প্রশাসন ইযরায়েল ও হিজবুল্লাহর মধ্যে একটি পূর্ণাঙ্গ যুদ্ধ প্রতিরোধ করতে চায়। তারই ধারাবাহিকতা ব্লিনকেনের এই সতর্কবার্তা।

গত বছর ৭ অক্টোবর হামাসের আক্রমণের জবাবে ইযরায়েলের গাজা অভিযান শুরু হবার পর থেকে প্রায় প্রতিদিনই দেশটির উত্তরে হিজবুল্লাহ আক্রমণ চালিয়েছে। লেবাননে ইযরায়েল আক্রমণ চালালে হিজবুল্লাহর প্রতিরক্ষায় ইরানও এতে জড়িয়ে পড়তে পারে বলে রোববার সতর্ক করেছেন, জয়েন্ট চিফস অফ স্টাফ এর প্রধান জেনারেল চার্লস কিউ. ব্রাউন জুনিয়র।

ইযরায়েল ও হিজবুল্লাহর মধ্যে মধ্যস্থতাকারী শীর্ষ অ্যামেরিকান দূত আমোস হোচস্টাইন গত সপ্তাহে লেবাননের কর্মকর্তাদের সতর্কবার্তা দেন যে, হিজবুল্লাহ তাদের আক্রমণ চালিয়ে গেলে ওয়াশিংটন ইযরায়েলকে আক্রমণ করা থেকে বিরত রাখতে পারবে না। নিউজ সাইট এক্সিওস সোমবার জানায়, হোচস্টাইনের বার্তাটি ছিল ইযরায়েল ও হিজবুল্লাহর মধ্যে একটি পূর্ণাঙ্গ সংঘাত প্রতিরোধে অ্যামেরিকার সবশেষ প্রচেষ্টা।

তিনি হিজবুল্লাহকে সীমান্ত উত্তেজনা বাড়ানোর বদলে ইযরায়েলের সঙ্গে পরোক্ষ আলোচনার পরামর্শ দেন। এক্সিওস এক পশ্চিমা কূটনীতিকের বরাতে জানিয়েছে, হোচস্টাইনের সফরের পর হিজবুল্লাহ ওয়াশিংটনে বার্তা পাঠিয়েছে যে তারা পূর্ণাঙ্গ যুদ্ধ চায় না।ইযরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু উত্তর সীমান্ত সংঘর্ষের একটি কূটনৈতিক সমাধান হবে বলে রোববার আশাবাদ ব্যক্ত করেছেন। তিনি জোর দিয়ে বলেছেন যে, প্রয়োজনে ইযরায়েল সামরিক হুমকি মোকাবিলায় প্রস্তুত।

নেতানিয়াহু স্থানীয় এক সংবাদমাধ্যমকে বলেন, ‘যে কোন কূটনৈতিক সমাধানে হিজবুল্লাহর সীমান্ত থেকে দূরে সরে যাওয়ার বিষয়টি অন্তর্ভুক্ত থাকতে হবে। আমাদের এ বিষয়ে জোর দিতে হবে।’