মঙ্গলবার   ০২ জুলাই ২০২৪   আষাঢ় ১৮ ১৪৩১   ২৫ জ্বিলহজ্জ ১৪৪৫

নিউইয়র্কে ব্যাপক তুষারপাত, জরুরি অবস্থা

নিউজ ডেস্ক

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০৫:০১ পিএম, ২৭ জুন ২০২৪ বৃহস্পতিবার

নিউইয়র্কে ব্যাপক তুষারপাতের কারণে নগর কর্তৃপক্ষ জরুরি অবস্থা জারি করেছে। স্থানীয় সময় রোববার সন্ধ্যায় শুরু হওয়া এ জরুরি অবস্থা ২ ফেব্রুয়ারি সকাল ছয়টা পর্যন্ত চলবে। 

তবে এর মধ্যেও থেমে নেই জীবনযাত্রা। সার্বক্ষণিক চালু আছে সরকারি গাড়ি। খোলা আছে নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকান। 

কিন্তু বন্ধ রাখা হয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান। স্বয়ংক্রিয়ভাবে প্রত্যেকের মোবাইলে পৌঁছে যাচ্ছে এই ক্ষুদে বার্তা।  নিউইয়র্ক শহরের মেয়র বিল ডা ব্লাজিও জরুরি অবস্থা ঘোষণা করে বলেন, 'পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। ব্যক্তিগত গাড়ি বন্ধ থাকবে। যত খারাপ অবস্থাই হোক আমরা আপনাদের সঙ্গে আছি।' 

নিউইয়র্ক সময় সোমবার সকাল ৮টায় দেখা যায়, সরকারি ট্রেনে প্রতিদিনের মতো ভিড়। গ্রোসারি ও ব্রেকফাস্টের দোকান খোলা। 

নিয়মিত সরকারি ট্রেন নাম্বার সেভেনের যাত্রী মেক্সিকান বংশোদ্ভূত এঞ্জেল বলেন, 'আমি একটি ডেলিভারি প্রতিষ্ঠানে কাজ করি। তুষারপাতের কারণে কাজে না গেলে টাকা পাব না। আবার যদি আমার মতো সব ডেলিভারি ম্যান কাজে না যায়, যাদের খাবার ডেলিভারি দিই তারা না খেয়ে থাকবে!'