শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৫ ১৪৩১   ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ভারতে নারী পাচার চক্রের ২ সদস্য চট্টগ্রামে গ্রেফতার

নিউজ ডেস্ক

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০৩:৩৪ পিএম, ২৮ জুন ২০২৪ শুক্রবার

চাকরির প্রলোভনে বাংলাদেশ থেকে ভারতে নারী পাচার চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব-৭। বৃহস্পতিবার (২৭ জুন) বিকেলে চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার বালুচড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো, নগরের চন্দ্র নগর আবাসিক এলাকার ঝুমু (৩০) এবং বালুচড়া এলাকার পারভিন আক্তার (২৫)।

র‍্যাব জানায়, সম্প্রতি ভারতে পাচার হওয়া একজন ভুক্তভোগী নারী পালিয়ে আসার পর নগরের বায়েজিদ থানায় মামলা দায়ের করেন। সেই মামলার ছায়া তদন্ত ও আসামিদের ওপর গোয়েন্দা নজরদারি করছিল র‍্যাব। তারই অংশ হিসেবে বৃহস্পতিবার বিকেলে নগরের বায়েজিদ বোস্তামী থানার বালুচড়া সিএনজি পাম্প স্টেশন এলাকায় অভিযান চালিয়ে দুই নারী পাচারকারীকে গ্রেফতার করা হয়। 

র‍্যাব-৭ এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক (মিডিয়া) মো. শরীফ উল আলম বলেন, ‘ভুক্তভোগী নারীর বর্ণনায় বেরিয়ে আসে নারী পাচার চক্রের ভয়াবহ সিন্ডিকেটের কথা। এই সিন্ডিকেটটি চট্টগ্রামের খাগড়াছড়ি থেকে শুরু করে যশোর জেলার বেনাপোল পর্যন্ত বিস্তৃত। আসামিরা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন গার্মেন্টস কারখানার নারী শ্রমিকদের সঙ্গে সখ্যতা গড়ে তুলে বেশি বেতনে চাকরির প্রলোভন দেখিয়ে ভারতে পাচার করে আসছিল।