বুধবার   ০৩ জুলাই ২০২৪   আষাঢ় ১৮ ১৪৩১   ২৬ জ্বিলহজ্জ ১৪৪৫

জ্যামাইকায় বাংলাদেশি খুন

আজকাল রিপোর্ট

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০২:৫০ এএম, ২৯ জুন ২০২৪ শনিবার



জ্যামাইকায় আততায়ীর ছুরিকাঘাতে নিহত হয়েছেন বাংলাদেশি নূরুল ভূঁইয়া (৪০)। নূরুলের হত্যাকারী জাশুয়া ক্যালিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে জাশুয়া ক্যালিকে পুলিশ আটবার গ্রেপ্তার করেছিল।
গত ২২ জুন শনিবার আনুমানিক রাত সাড়ে নয়টার দিকে জ্যামাইকা অ্যাভিনিউয়ের ১৬৯ স্ট্রিটে এই হত্যাকান্ড ঘটে। এনওয়াইপিডির ডিটেকটিভ প্রধান জুসেফ ক্যানি জানান, ১৬৯-০৩ জ্যামাইকা অ্যাভিনিউর সাম্মিস ডেলির সামনে রাস্তায় ওপর কথা কাটাকাটির এক পর্যায়ে জাশুয়া ক্যালি (২৪) ছুরি দিয়ে নূরুলের ওপর হামলা চালায়। নূরুল ভূঁইয়ার বুকে, গলায় এবং ঘাড়ে ছুরিকাঘাত করা হয়। এ সময় তার ফুসফুস এবং হার্ট ছিদ্র হয়ে যায়। বারবার ছুরিকাঘাতের ফলে নূরুল ভূঁইয়া রক্তে ডুবে যেতে থাকেন। হত্যার অভিযোগে ক্যালিকে গত সোমবার পুলিশ গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।
হত্যাকান্ডের আগে প্ল্যানেট ফিটনেস জিমের সামনে দিয়ে যাবার সময় তারা বিতর্কে জড়িয়ে পড়ে এবং নূরুল ভূঁইয়াকে ক্যালি ঘুষি মারে। এই সময় আরও কয়েকজন সেখানে জড়ো হলে তাদের আচরণ দেখে নূরুল ভূইয়া দৌঁড়ে পালাবার চেষ্টা করেন। ক্যালি তখন তাকে ধাওয়া করে ছুরিকাঘাত করে। খবর পেয়ে পুলিশ দ্রুত এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে। পরে ঘটনাস্থলেই তাকে মৃত ঘোষণা করা হয়।
পুলিশ গত সোমবার রাতে ১০৭ অ্যাভিনিউয়ে ক্যালির বাসা থেকে তাকে গ্রেপ্তার করে। ২৬ জুন রাতে নূরুল ভূঁইয়ার জানাজা অনুষ্ঠিত হয় জ্যামাইকা মুসলিম সেন্টারে।