বুধবার   ০৩ জুলাই ২০২৪   আষাঢ় ১৮ ১৪৩১   ২৬ জ্বিলহজ্জ ১৪৪৫

শাকিব-মিমি অভিনীত

যুক্তরাষ্ট্রে ‘তুফান’ মুক্তি পাচ্ছে আজ

আজকাল রিপোর্ট -

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০২:৫৪ এএম, ২৯ জুন ২০২৪ শনিবার


 
 
আজ ২৮ জুন শুক্রবার নিউইয়র্ক-সহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে মুক্তি পাচ্ছে বাংলাদেশে চলচ্চিত্র ‘তুফান’। ছবিটি নিয়ে ইতোমধ্যে প্রবাসীদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে। ২৮ জুন থেকে দুই পর্যায়ে যুক্তরাষ্ট্রের প্রায় ৪০টি শহরে ছবিটি প্রদর্শিত হবে।
নিউইয়র্কের কুইন্সের কিউ গার্ডেন সিনেমাস ও লং আইল্যান্ডের হিক্সভিলে শোকেস ডি লাক্স ব্রডওয়ে প্রেক্ষাগৃহে সপ্তাহব্যাপী চলবে ‘তুফান’। যুক্তরাষ্ট্রে ছবিটির পরিবেশনা সংস্থা বায়োস্কোপ ফিল্মস থেকে জানানো হয়েছে, নিউইয়র্কের কিউ গার্ডেন ও হিক্সভিল-সহ ডালাস এবং সান ফ্রান্সিস্কোর আজ শুক্রবার (২৮ জুন) সন্ধ্যার শোগুলোর সব টিকেট বিক্রি হয়ে গেছে।
ভার্জিনিয়ার ফেয়ারফ্যাক্সে আগামী রোববার স্পেশাল শো সোল্ড আউটের পথে। সান ফ্রান্সিস্কোর সিনে লাউঞ্জে শুক্রবার প্রদর্শনী টিকেট ওপেন করার ৫০ মিনিটের ভেতর সোল্ড আউট হয়ে যায়!
এবার নিউইয়র্কে বায়োস্কোপ ফিল্মস ‘তুফান’ এর প্রমোশোনে লেড ট্রাক এডভারটাইজিং ব্যবহার করে।
বায়োস্কোপ ফিল্মসের কর্নধার রাজ হামিদ তুফান এর প্রচারণায় নামেন। প্রতিষ্ঠানটির আরেক কর্ণধার নওশাবা রশিদ বলেন, ‘মেগাস্টার শাকিব খানকে একেবারে নতুন ভাবে আবিষ্কার করবেন দর্শকরা তুফানে। তুফানের প্রতিটি গান এখন মানুষের মুখে মুখে। তুফান দর্শকরা শুধু দেখবেনই না, উপভোগ করবেন, আনন্দ করবেন এবং গানের সাথে হয়তো নাচবেনও।’
উল্লেখ্য, প্রযোজনা প্রতিষ্ঠান আলফা-আই থেকে বলা হয়েছে, ঢাকার প্রেক্ষাগৃহ থেকে গত ১০ দিনে ‘তুফান’ ছবি’র আয় প্রায় ২৫ কোটি টাকা।
তুফান এ অভিনয় করেছেন বাংলাদেশের মেগা স্টার শাকিব খান, জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী, কলকাতার অভিনেত্রী মিমি চক্রবর্তী, আয়নাবাজী খ্যাত মাসুমা রহমান নাবিলাসহ আরো অনেকে।
‘তুফান’ বায়োস্কোপ ফিল্মস কেবল যুক্তরাষ্ট্র এবং কানাডাতেই নয় মধ্যপ্রাচ্যের দুবাই, কাতার, ওমান-এর ১২টি প্রেক্ষাগৃহে মুক্তি দিচ্ছে।