মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১১ ১৪৩১   ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জমজমাট আয়োজন

জ্যামাইকায় অনুষ্ঠিত হলো বাংলাদেশ ফেস্টিভাল

আজকাল রিপোর্ট -

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০৩:০৪ এএম, ২৯ জুন ২০২৪ শনিবার



       
 

 
ফুলকলি ফাউন্ডেশনের উদ্যোগে ২২ জুন জ্যামাইকায় অনুষ্ঠিত হলো বাংলাদেশ ফেস্টিভ্যাল।  মেরি লুইস একাডেমিতে আয়োজিত গোল্ডেন এজ হোম কেয়ার প্রেজেন্টস এই ফেস্টিভ্যাল উদ্বোধন করেন সাপ্তাহিক আজকাল সম্পাদক শাহ নেওয়াজ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল নাজমুল হুদা। উদ্বোধনী অনুষ্ঠানে শাহ নেওয়াজ বলেন, বাংলাদেশি সংস্কৃতি ও মুক্তিযুদ্ধের চেতনা বিকাশে এ ধরনের অনুষ্ঠানের প্রয়োজনীয়তা রয়েছে। ফুলকলি ফাউন্ডেশন ও টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি অব বাংলাদেশ গত কয়েক বছর ধরে এ অনুষ্ঠান করে আসছে। এ অনুষ্ঠানের উদ্যোক্তাদের এ জন্য সাধুবাদ জানাই। উদ্বোধনের পরবর্তী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোল্ডেন এজ হোম কেয়ারের ভাইস প্রেসিডেন্ট ও আজকালের ব্যবস্থাপনা সম্পাদক রানো নেওয়াজ। স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠানের অন্যতম উদ্যোক্তা বেলাল আহমেদ। সঞ্চালনায় ছিলেন নিম্মি নাহার।
অনুষ্ঠানে কমিউনিটির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন নাসির আলী খান পল, ফকরুল ইসলাম দেলোয়ার, আহসান হাবিব, রাব্বী সৈয়দ, আলমগীর খান আলম, আব্দুর রশীদ বাবু, খলিলুর রহমান, হাবিব রহমান, আনিসুল হক জাসির, ফরিদ আলম, সাহাবুদ্দিন সাগর, বদরুদ্দোজা সাগর, নায়িকা মৌসুমী ও আজকালের মার্কেটিং ম্যানেজার আবু বকর সিদ্দিক। সংক্ষিপ্ত বক্তব্যে নায়িকা মৌসুমী এ ধরনের অনুষ্ঠানের আয়োজনের জন্য উদ্যোক্তাদের ধন্যবাদ জানান। আগামীতে এ ধরনের ভালো উদ্যোগ অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।
সাংস্কৃতিক পর্বে অংশ নেন চন্দন চৌধুরী, রানো নেওয়াজ, শাহ মাহবুব, অনিক রাজ, কৃষ্ণা তিথি, নিপা জামান, কামরুজ্জামান বকুল প্রমুখ।