নিউইয়র্ক বাংলাদেশি লায়ন্স ক্লাবের নির্বাচন ১৬ জুলাই
নিউজ ডেস্ক
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০৭:৫১ পিএম, ১ জুলাই ২০২৪ সোমবার
নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৬ জুলাই এবং ৩০ জুন সদস্য পদ নবায়ন ও নতুন সদস্য পদ গ্রহনের শেষ দিন। ৮ জুলাই ভোটার তালিকা প্রকাশ করা হবে। বর্তমানে ক্লাবের মোট সদস্য সংখ্যা ১৩৩ জন। এই ক্লাব যুক্তরাষ্ট্রে দ্বিতীয় বৃহত্তম লায়ন্স ক্লাব হিসেবে স্বীকৃতি পেয়েছে। জ্যাকসন হাইটস্থ নবান্ন পার্টি সেন্টারে অনুষ্ঠিত নির্বাচনে ২০২৪—২০২৫ সালের জন্য কমিটি গঠিত হবে।
২৬ জুন বুধবার সংগঠনের সভায় এ সিদ্ধান্ত গৃহিত হয়। এতে সভাপতিত্ব করেন সভাপতি শাহ নেওয়াজ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সাধারন সম্পাদক জেএফএম রাসেল। বিভিন্ন বিষয়ের ওপর আলোচনায় অংশ নেন আহসান হাবিব, মোহাম্মদ সাইয়িদ, এফইএমডি রকি মোহাম্মদ আজাদ, হাসান জিলানী, এস আলম,আকাশ রহমান, অনিক রাজ, আব্দুর রশীদ, আবুল কাশেম, এএসএম উদ্দীন পিন্টু, আহমেদ সোহেল, মশিউর রহমান মজুমদার, সেজার রহমান, গোলাম হায়দার মুকুট, কামরুল ইসলাম, জাকির হোসেন ও মনোয়ারুল ইসলাম।
লায়ন্স ক্লাবের নির্বাচন পরিচালনার জন্য সাবেক সভাপতি মোহাম্মদ সাইয়িদকে প্রধান নির্বাচন কমিশনার করে ৫ সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। এ কমিশনের অন্য সদস্যরা হলেন আহসান হাবিব,মোহাম্মদ মতিউর রহমান, মোহাম্মদ আলী ও এটর্নি মঈন চৌধুরী। এ ছাড়া আগামী ১২ জুলাই লায়ন্স ক্লাবের সাধারন সভা অনুষ্ঠিত হবে।