রোববার   ০৭ জুলাই ২০২৪   আষাঢ় ২৩ ১৪৩১   ৩০ জ্বিলহজ্জ ১৪৪৫

যুক্তরাষ্ট্রে ১৬ বছরের বাংলাদেশি কিশোর মাহির একা বিমান চালালেন

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০৩:১৪ এএম, ২ জুলাই ২০২৪ মঙ্গলবার

১৬ বছর বয়সী আহনাফ আবিদ মাহির প্রথম বাংলাদেশি হিসেবে যুক্তরাষ্ট্রে এককভাবে বিমান ওড়ানোর মাধ্যমে ইতিহাস সৃষ্টি করেছেন।

৩০শে জুন সকালে, লস অ্যাঞ্জেলেসের হোয়াইটম্যান বিমানবন্দরে, মাহির তার বিমানটি নিয়ে আকাশে উড্ডয়ন করেন এবং নিরাপদে মাটিতে ফিরে আসেন।

মাহির যাত্রা শুরু হয় নয় বছর আগে। তিনি তার বাবা মইনুল হক এবং মা আয়েশা রুমার সাথে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে চলে আসেন। তাকে লস অ্যাঞ্জেলেসের একটি ফ্লাইট প্রশিক্ষণ কেন্দ্রে ভর্তি করে দেন।

মাহির বাংলাদেশি বংশোদ্ভূত ফ্লাইট প্রশিক্ষক ইলিয়াস খানের নির্দেশনায় কঠোর প্রশিক্ষণ নিয়েছেন।

ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) রেগুলেশন অনুযায়ী, বিমান উড্ডয়নে মাহির ১৬ বছর বয়সে তার ফ্লাইট প্রশিক্ষকের বিশেষ লিখিত অনুমোদন নেন।

গত রোববার সকালে মাহির বাবা-মা ও শুভানুধ্যায়ীরা বিমানবন্দরে জড়ো হন তার বিমান উড্ডয়ন দেখতে। মাহিরের সাদা মেঘের মধ্যে দিয়ে বিমান চালনা এবং নিরাপদে একাধিকবার অবতরণ করার দৃশ্য তাদের অপরিসীম গর্ব ও আনন্দে ভরিয়ে দেয়।

মাহির বাবা মইনুল হক বলেন, এটা আমার জন্য অনেক বড় অর্জন। আমি আল্লাহর কাছে শুকরিয়া জানাই। তার মা আয়েশা রুমা তার অনুভূতির প্রতিধ্বনি করে মাহির ভবিষ্যৎ সাফল্যের জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।

প্রশিক্ষক ইলিয়াস খান জানান, মাহির তার ১৬তম জন্মদিনের ছয় মাস আগে একা উড়তে প্রস্তুত ছিল, কিন্তু বিধি অনুযায়ী ১৬ বছর না হওয়া পর্যন্ত তাকে অপেক্ষা করতে হয়েছিল। আগামী বছর মাহিরকে তার ফ্লাইট প্রশিক্ষকের বিশেষ লিখিত অনুমোদনের অধীনে যাত্রী ছাড়াই শুধুমাত্র প্রশিক্ষিত বিমান ওড়ার অনুমতি দেওয়া হবে।

১৭ বছর বয়সে, তিনি একটি প্রাইভেট পাইলট সার্টিফিকেট পাওয়ার যোগ্য হবেন, যা তাকে অ-বাণিজ্যিক একক-ইঞ্জিন বিমান চালানোর অনুমতি দেবে, যা তাকে দক্ষ পাইলট হওয়ার তার লক্ষ্যের এক ধাপ কাছাকাছি নিয়ে যাবে।

মাহির বলেন, আমি খুবই উত্তেজিত। সবাই আমার জন্য দোয়া করবেন।