ট্রাম্পের ‘হাশ মানি’ মামলার সাজা ১৮ সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত
নিউজ ডেস্ক
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ১০:৪৯ পিএম, ৩ জুলাই ২০২৪ বুধবার
নিউ ইয়র্কে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘হাশ মানি’ ট্রায়ালের বিচারক সাজা ১৮ সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত করেছেন। এর আগে অ্যামেরিকান সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের আইনজীবীরা হাশ মানি মামলার রায় বাতিল ও চলতি মাসে তার আসন্ন সাজা প্রাপ্তির বিষয়টি বিলম্বিত করার জন্য আবেদন করেছেন। হাশ মানি মামলার শুনানিতে সভাপতিত্ব করা নিউ ইয়র্ক জাজের কাছে পাঠানো চিঠিতে ট্রাম্পের আইনজীবীরা সোমবার আদালতের দেয়া ২০২০ সালে নির্বাচনের ফলাফলে কারচুপি সংক্রান্ত মামলার রায়ের বিষয়টিও উল্লেখ করেছেন।
ম্যানহাটন ডিস্ট্রিক্ট অ্যাটর্নি অফিস মঙ্গলবার সকালে জানিয়েছে, তারা প্রেসিডেন্টের দায়মুক্তির বিষয়ে ট্রাম্পের অনুরোধের বিরোধিতা করবে না।
অ্যাসিস্ট্যান্ট ডিস্ট্রিক্ট অ্যাটর্নি জোশ স্টেইনগ্লাস বিচারক জুয়ান মারকানকে লেখা এক চিঠিতে লিখেছেন, ‘যদিও আমরা বিশ্বাস করি যে আসামির যুক্তি ভিত্তিহীন, তবে আমরা তার লিভ টু ফাইলের অনুরোধের বিরোধিতা করছি না এবং তার প্রস্তাব নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সাজা স্থগিত করার অনুরোধের বিরোধিতা করছি না।’ গত মে মাসে নথিপত্রে মিথ্যাচারের অপরাধে ৩৪ টি অভিযোগে দোষী সাব্যস্ত হন ট্রাম্প। ১১ জুলাই এই রায়ের প্রেক্ষিতে ট্রাম্পের সাজা ঘোষণা করবে আদালত।
তার আইনজীবীরা উল্লেখ করেছেন যে, হাশ মানি মামলায় উল্লিখিত নথিগুলোতে ট্রাম্প ক্ষমতায় থাকা অবস্থায় ২০১৭ সালে স্বাক্ষর করেছিলেন। তবে আইনজীবীদের একজন ধারণা করছেন যে, এটিকে তার আনুষ্ঠানিক বা সরকারি কর্মকাণ্ড হিসেবে বিবেচনা করা নাও হতে পারে। গত বছরও ট্রাম্পের আইনজীবীরা একইভাবে দাবি করেছিলেন যে, মামলায় উল্লিখিত কর্মকাণ্ডগুলো প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনকালেই সম্পাদন করেছিলেন ট্রাম্প।
একজন ফেডারেল জাজ এর আগে আদালতে বলেছিলেন, কর্মকাণ্ডগুলো যে আইন অনুযায়ী একজন প্রেসিডেন্টের মাধ্যমে বা একজন প্রেসিডেন্টের জন্য সম্পাদিত হয়েছে তা প্রমাণ করতে ট্রাম্প ব্যর্থ হয়েছেন। তবে সোমবারের রায়ের কথা উল্লেখ করে ট্রাম্পের আইনজীবীরা দাবি করেছেন, সবশেষ রায়ের ফলে এই বিষয়টিই প্রমাণ হয়েছে যে অফিশিয়াল প্রেসিডেনশিয়াল অ্যাক্টস বিবেচনায় হাশ মানি মামলায় কিছু প্রসিকিউশন প্রমাণাদি পেশ করার অনুমতি দেয়া উচিত হয়নি।
জাজ হুয়ান মারকানের কাছে ট্রাম্পের আইনজীবীদের পাঠানো চিঠিটি এখনও প্রকাশ্যে আনা হয়নি। মারকানও এখনও প্রকাশ্যে এই বিষয়ে কোন মন্তব্য করেননি। সুপ্রিম কোর্টের সবশেষ রায়টি হাশ মানি মামলায় ট্রাম্পের বিরুদ্ধে দেয়া রায়কে প্রভাবিত করবে না বলে ধারণা করছেন নিউ ইয়র্কের বিশিষ্ট অ্যাপিলেট অ্যাটর্নি মার্ক জডারার। বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘ট্রাম্পের বিরুদ্ধে নিউ ইয়র্ক জালিয়াতি মামলায় যে অভিযোগগুলো আনা হয়েছে সেগুলো স্পষ্টই ট্রাম্পের অনানুষ্ঠানিক আচরণের সঙ্গে সম্পর্কিত বলেই মনে হচ্ছে যেগুলোর কোনটিই তার আনুষ্ঠানিক দায়িত্বের সঙ্গে জড়িত নয়।’
তিনি আরও বলেন, ‘যদিও ট্রাম্প তার অন্যান্য মামলার ক্ষেত্রে ছাড় পেতে পারেন, তবে নিউ ইয়র্ক মামলায় এরকম কিছু হওয়ার সম্ভাবনা নেই।’